ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

হারালেন নৌকার প্রার্থিতা, ভাষাহীন সালাম

  • আপডেট সময় : ০২:০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা হারিয়েছেন ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম। তার মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থীর করা আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এই রায় দিয়েছেন। কমিশনের রায়ে প্রার্থিতা হারিয়ে নীরবে ইসি থেকে বেরিয়ে আসেন আব্দুস সালাম। অন্য প্রার্থীরা যে দিক দিয়ে বের হচ্ছিলেন আব্দুস সালাম সেদিক দিয়ে বের না হয়ে সংবাদকর্মীদের এড়িয়ে ইসির প্রধান ফটক দিয়ে বেরিয়ে যান। সেসময় সংবাদকর্মীরা তার দিকে ছুটে যান, জানতে চান তার প্রার্থিতা বাতিলের বিষয়ে। কিন্তু আব্দুস সালাম সংবাদকর্মীদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। এমনকি তার সঙ্গে নির্বাচন ভবনের বাইরে রাখা গাড়ি পর্যন্ত যান সংবাদকর্মীরা, তবুও তিনি কোনো কথা বলেননি। সোজা গিয়ে গাড়িতে উঠে চলে যান। আব্দুস সালাম ১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে বৈধ ঘোষিত হন। তবে তার বিরুদ্ধে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল নম্বর ৪৮৫/২০২৩। আপিলে সালামের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আনা হয়। প্রসঙ্গত, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল জমা নেওয়া হয়েছে ৫-৯ ডিসেম্বর। এসব আপিলের শুনানি শুরু হয়েছে গত ১০ ডিসেম্বর। যা চলবে আগামীকাল ১৫ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৭ ডিসেম্বরের মধ্যে। আর প্রতীক

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

হারালেন নৌকার প্রার্থিতা, ভাষাহীন সালাম

আপডেট সময় : ০২:০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা হারিয়েছেন ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম। তার মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থীর করা আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এই রায় দিয়েছেন। কমিশনের রায়ে প্রার্থিতা হারিয়ে নীরবে ইসি থেকে বেরিয়ে আসেন আব্দুস সালাম। অন্য প্রার্থীরা যে দিক দিয়ে বের হচ্ছিলেন আব্দুস সালাম সেদিক দিয়ে বের না হয়ে সংবাদকর্মীদের এড়িয়ে ইসির প্রধান ফটক দিয়ে বেরিয়ে যান। সেসময় সংবাদকর্মীরা তার দিকে ছুটে যান, জানতে চান তার প্রার্থিতা বাতিলের বিষয়ে। কিন্তু আব্দুস সালাম সংবাদকর্মীদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। এমনকি তার সঙ্গে নির্বাচন ভবনের বাইরে রাখা গাড়ি পর্যন্ত যান সংবাদকর্মীরা, তবুও তিনি কোনো কথা বলেননি। সোজা গিয়ে গাড়িতে উঠে চলে যান। আব্দুস সালাম ১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে বৈধ ঘোষিত হন। তবে তার বিরুদ্ধে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল নম্বর ৪৮৫/২০২৩। আপিলে সালামের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আনা হয়। প্রসঙ্গত, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল জমা নেওয়া হয়েছে ৫-৯ ডিসেম্বর। এসব আপিলের শুনানি শুরু হয়েছে গত ১০ ডিসেম্বর। যা চলবে আগামীকাল ১৫ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৭ ডিসেম্বরের মধ্যে। আর প্রতীক