ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

হারানো বিড়াল ফিরল ৬ বছর পর

  • আপডেট সময় : ০৯:২৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • ১১৬ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : আদরের পোষা বিড়ালটি হারিয়ে গিয়েছিল। কোথাও খুঁজে না পেয়ে একপর্যায়ে সেটিকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দেন বিড়ালটির মালিক। এর মধ্যেই পেরিয়ে যায় ছয় বছর। এত দিন পর এসে হারানো প্রাণীটিকে খুঁজে পেয়েছেন তিনি। বিড়ালটি ফিরে পেয়েছে পুরোনো পরিবার!
ঘটনাটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান অ্যান্টোনিও শহরে। টেক্সাস নিউজ টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই বিড়ালের নাম ‘মাংকি ফেস’। বিড়ালটি ফিরে পেতে সহায়তা করেছে সেখানকার প্রাণী সেবাদাতা সংগঠন সান অ্যান্টোনিও অ্যানিমেল কেয়ার সার্ভিস।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ছয় বছর আগে হারিয়ে গিয়েছিল মাংকি ফেস। সম্প্রতি সেটিকে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
মাংকি ফেসকে পাওয়ার বর্ণনা দিয়ে সংগঠনটি বলেছে, তাদের কর্মীরা পথে অসুস্থ একটি বিড়ালের সন্ধান পান। পরে সেটিকে সংগঠনের আশ্রয়কেন্দ্রে আনা হয়। সেবা করা হয় বিড়ালটির। এতে ধীরে ধীরে সেটি সুস্থ হয়ে ওঠে। তবে সেবা করার একপর্যায়ে বিড়ালটির শরীরে একটি মাইক্রোচিপ খুঁজে পান সংগঠনের কর্মীরা। সেটা থেকেই বিড়ালটির নাম ও মালিকের পরিচয়, ঠিকানা পাওয়া যায়। সেই সূত্র ধরে তাঁরা বিড়ালটির মালিককে খুঁজতে থাকেন।
তবে হারানো বিড়ালটি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া এত সহজ ছিল না। মাইক্রোচিপে পাওয়া ঠিকানায় গিয়ে দেখা যায়, বিড়ালটির মালিক এখন আর সেখানে থাকেন না। প্রায় ছয় বছরে আবাস বদলে ফেলেছেন তিনি। এরপর আরও বিভিন্ন উৎসে সন্ধান চালান সংগঠনটির কর্মীরা। টানা দুই সপ্তাহ খোঁজার পর অবশেষে ওই মালিকের সন্ধান পাওয়া যায়। এ সময় তাঁকে হারানো বিড়ালটির কথা জানানো হয়। বিবৃতিতে সংগঠনটি জানায়, ছয় বছর পর হারানো বিড়াল ফিরে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত হয়েছেন ওই নারী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হারানো বিড়াল ফিরল ৬ বছর পর

আপডেট সময় : ০৯:২৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১

প্রযুক্তি ডেস্ক : আদরের পোষা বিড়ালটি হারিয়ে গিয়েছিল। কোথাও খুঁজে না পেয়ে একপর্যায়ে সেটিকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দেন বিড়ালটির মালিক। এর মধ্যেই পেরিয়ে যায় ছয় বছর। এত দিন পর এসে হারানো প্রাণীটিকে খুঁজে পেয়েছেন তিনি। বিড়ালটি ফিরে পেয়েছে পুরোনো পরিবার!
ঘটনাটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান অ্যান্টোনিও শহরে। টেক্সাস নিউজ টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই বিড়ালের নাম ‘মাংকি ফেস’। বিড়ালটি ফিরে পেতে সহায়তা করেছে সেখানকার প্রাণী সেবাদাতা সংগঠন সান অ্যান্টোনিও অ্যানিমেল কেয়ার সার্ভিস।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ছয় বছর আগে হারিয়ে গিয়েছিল মাংকি ফেস। সম্প্রতি সেটিকে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
মাংকি ফেসকে পাওয়ার বর্ণনা দিয়ে সংগঠনটি বলেছে, তাদের কর্মীরা পথে অসুস্থ একটি বিড়ালের সন্ধান পান। পরে সেটিকে সংগঠনের আশ্রয়কেন্দ্রে আনা হয়। সেবা করা হয় বিড়ালটির। এতে ধীরে ধীরে সেটি সুস্থ হয়ে ওঠে। তবে সেবা করার একপর্যায়ে বিড়ালটির শরীরে একটি মাইক্রোচিপ খুঁজে পান সংগঠনের কর্মীরা। সেটা থেকেই বিড়ালটির নাম ও মালিকের পরিচয়, ঠিকানা পাওয়া যায়। সেই সূত্র ধরে তাঁরা বিড়ালটির মালিককে খুঁজতে থাকেন।
তবে হারানো বিড়ালটি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া এত সহজ ছিল না। মাইক্রোচিপে পাওয়া ঠিকানায় গিয়ে দেখা যায়, বিড়ালটির মালিক এখন আর সেখানে থাকেন না। প্রায় ছয় বছরে আবাস বদলে ফেলেছেন তিনি। এরপর আরও বিভিন্ন উৎসে সন্ধান চালান সংগঠনটির কর্মীরা। টানা দুই সপ্তাহ খোঁজার পর অবশেষে ওই মালিকের সন্ধান পাওয়া যায়। এ সময় তাঁকে হারানো বিড়ালটির কথা জানানো হয়। বিবৃতিতে সংগঠনটি জানায়, ছয় বছর পর হারানো বিড়াল ফিরে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত হয়েছেন ওই নারী।