আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের পর গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানকে বদল করেছে ইসারায়েল। তার জায়গায় নতুন দায়িত্ব দেয়া হয়েছে এই সংস্থার উপ-প্রধান ডেভিড বার্নিয়াকে।
সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমবার রাতে জানান, মোসাদ প্রধান ইয়োসি কোহেনকে সরিয়ে দিয়ে এই সংস্থার উপ প্রধান তার স্থলাভিষিক্ত করা হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের
৫৬ বছর বয়সি বার্নিয়া গত ২৫ বছর ধরে মোসাদে কাজ করছেন। নেতানিয়াহু সোমবার রাতে মোসাদের কিছু কর্মকর্তাকে প্রধানমন্ত্রী পুরস্কার বিতরণের অনুষ্ঠানে বলেন, ইয়োসি কোহেনকে বরখাস্ত করা হয়েছে এবং ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
সম্প্রতি গাজা উপত্যকায় ১২ দিনব্যাপী যুদ্ধ শেষে অস্ত্রবিরতি ঘোষিত হলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো এ যুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করে। হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক রাস্তায় নেমে বিজয়ের আনন্দ প্রকাশ করেন।
অন্যদিকে ইসরায়েলও এ যুদ্ধে বিজয়ের দাবি করে। যুদ্ধ থামার কয়েকদিনের মধ্যেই মোসাদ প্রধানকে বদল করা হলো। হামাস যোদ্ধাদের সামরিক শক্তি সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থতার জন্য কোহেনকে সরিয়ে দেয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
হামাসের সঙ্গে যুদ্ধের পর মোসাদ প্রধানকে বদল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ