ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

হামজার পর শিগগির বাংলাদেশ দলে দেখা যেতে পারে আরও ২ প্রবাসী ফুটবলারকে

  • আপডেট সময় : ০১:২৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: লাল-সবুজ জার্সিতে সামিত সোমকে খেলাতে আটঘাট বেঁধে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার এই মিডফিল্ডারের জন্ম নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে। বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলা সান্ডারল্যান্ডের কিউবা মিচেলও আগ্রহী হয়ে উঠেছেন বাংলাদেশ নিয়ে। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে হামজা চৌধুরী খেলার পর থেকে বিদেশে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের দিকে বাড়তি নজর দিচ্ছে বাফুফে। এই ‘প্রবাসী’দের অনেকেও গায়ে তুলতে চাইছেন বাংলাদেশের জার্সি। সামিত বর্তমানে খেলছেন কানাডার পেশাদার লিগের দল কাভারলি ফুটবল ক্লাবে। তার বাবা মানস সোম ও মা নন্দিতা সোম ৯০ এর দশকে পাড়ি জমান কানাডায়; তাদের গ্রামের বাড়ি শ্রীমঙ্গলে। গত বছর থেকে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাফুফে।

তার বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়া জোরেশোরে শুরু হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। “সামিত সোমের জন্মনিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে এবং ইতোমধ্যে আমরা মেইল করে তাকে সেই ডকুমেন্টগুলো পাঠিয়ে দিয়েছি। তার কাছে জানতে চেয়েছি, কবে নাগাদ সে দূতাবাসে যেতে পারবে পাসপোর্ট ইস্যু করতে। সে যেদিন বলবে, সে অনুযায়ী দূতাবাসকে আমরা আগেই বিষয়গুলো জানিয়ে রাখব, যাতে তার পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়।” আগামী জুনে বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সামিতকে খেলাতে চায় বাফুফে। আশাবাদী ফাহাদ করিমও। তবে, সামিতের পাসপোর্ট হওয়া, ফিফার ছাড়পত্র পাওয়ার মতো বিষয়গুলো তিনি ছেড়ে দিতে চাইলেন সময়ের হাতে।
“এর সাথে সামিতের কাছে আরও একটি বিষয় চেয়েছি, সেটা হচ্ছে, সে যে বাংলাদেশের হয়ে খেলতে চায়, তার একটা লিখিত যেন আমাদেরকে দেয়। তাহলে সেই চিঠিটা নিয়ে আমরা যেন ফিফার সাথেও কাজ শুরু করতে পারি।

এখানে প্রক্রিয়াগত যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা যত দ্রুত সম্ভব সারব, এখানে চেষ্টার ত্রুটি থাকবে না আমাদের। বাকিটা নির্ভর করবে ফিফা ও অন্যান্য সংস্থা থেকে সাড়া পাওয়ার ওপর।” আর কিউবা মিচেলের জন্ম ইংল্যান্ডে। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডারের মা বাংলাদেশি, বাবা জ্যামাইকান। ইংল্যান্ড ও জ্যামাইকার পাসপোর্ট থাকায় দুটি দেশের হয়েই খেলার দুয়ার তার সামনে খোলা। তবে তিনিও হামজার মতো মাতৃভূমিকে বেছে নিতে চান। সান্ডারল্যান্ডের হয়ে এ মৌসুমে সাত ম্যাচ খেলেছেন কিউবা মিচেল। বার্মিংহ্যাম একাডেমির হয়ে ক্যারিয়ার শুরুর পর ২০২২ সালে তিনি যোগ দেন সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলে। গত জুলাইয়ে জায়গা করে নেন অনূর্ধ্ব-২১ দলে। বাংলাদেশ নিয়ে ভাবনা জানতে তরুণ এই ফুটবলারের সাথে যোগাযোগ করেছিল বাফুফে। ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানালেন সংস্থাটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। “মেইলের জবাবে সে জানিয়েছে, বাংলাদেশ নিয়ে সে আগ্রহী। এখন তার পাসপোর্ট তৈরির কাজ করতে হবে। এরপর বাকি প্রক্রিয়া সারতে হবে।”

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামজার পর শিগগির বাংলাদেশ দলে দেখা যেতে পারে আরও ২ প্রবাসী ফুটবলারকে

আপডেট সময় : ০১:২৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: লাল-সবুজ জার্সিতে সামিত সোমকে খেলাতে আটঘাট বেঁধে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার এই মিডফিল্ডারের জন্ম নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে। বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলা সান্ডারল্যান্ডের কিউবা মিচেলও আগ্রহী হয়ে উঠেছেন বাংলাদেশ নিয়ে। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে হামজা চৌধুরী খেলার পর থেকে বিদেশে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের দিকে বাড়তি নজর দিচ্ছে বাফুফে। এই ‘প্রবাসী’দের অনেকেও গায়ে তুলতে চাইছেন বাংলাদেশের জার্সি। সামিত বর্তমানে খেলছেন কানাডার পেশাদার লিগের দল কাভারলি ফুটবল ক্লাবে। তার বাবা মানস সোম ও মা নন্দিতা সোম ৯০ এর দশকে পাড়ি জমান কানাডায়; তাদের গ্রামের বাড়ি শ্রীমঙ্গলে। গত বছর থেকে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাফুফে।

তার বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়া জোরেশোরে শুরু হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। “সামিত সোমের জন্মনিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে এবং ইতোমধ্যে আমরা মেইল করে তাকে সেই ডকুমেন্টগুলো পাঠিয়ে দিয়েছি। তার কাছে জানতে চেয়েছি, কবে নাগাদ সে দূতাবাসে যেতে পারবে পাসপোর্ট ইস্যু করতে। সে যেদিন বলবে, সে অনুযায়ী দূতাবাসকে আমরা আগেই বিষয়গুলো জানিয়ে রাখব, যাতে তার পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়।” আগামী জুনে বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সামিতকে খেলাতে চায় বাফুফে। আশাবাদী ফাহাদ করিমও। তবে, সামিতের পাসপোর্ট হওয়া, ফিফার ছাড়পত্র পাওয়ার মতো বিষয়গুলো তিনি ছেড়ে দিতে চাইলেন সময়ের হাতে।
“এর সাথে সামিতের কাছে আরও একটি বিষয় চেয়েছি, সেটা হচ্ছে, সে যে বাংলাদেশের হয়ে খেলতে চায়, তার একটা লিখিত যেন আমাদেরকে দেয়। তাহলে সেই চিঠিটা নিয়ে আমরা যেন ফিফার সাথেও কাজ শুরু করতে পারি।

এখানে প্রক্রিয়াগত যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা যত দ্রুত সম্ভব সারব, এখানে চেষ্টার ত্রুটি থাকবে না আমাদের। বাকিটা নির্ভর করবে ফিফা ও অন্যান্য সংস্থা থেকে সাড়া পাওয়ার ওপর।” আর কিউবা মিচেলের জন্ম ইংল্যান্ডে। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডারের মা বাংলাদেশি, বাবা জ্যামাইকান। ইংল্যান্ড ও জ্যামাইকার পাসপোর্ট থাকায় দুটি দেশের হয়েই খেলার দুয়ার তার সামনে খোলা। তবে তিনিও হামজার মতো মাতৃভূমিকে বেছে নিতে চান। সান্ডারল্যান্ডের হয়ে এ মৌসুমে সাত ম্যাচ খেলেছেন কিউবা মিচেল। বার্মিংহ্যাম একাডেমির হয়ে ক্যারিয়ার শুরুর পর ২০২২ সালে তিনি যোগ দেন সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলে। গত জুলাইয়ে জায়গা করে নেন অনূর্ধ্ব-২১ দলে। বাংলাদেশ নিয়ে ভাবনা জানতে তরুণ এই ফুটবলারের সাথে যোগাযোগ করেছিল বাফুফে। ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানালেন সংস্থাটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। “মেইলের জবাবে সে জানিয়েছে, বাংলাদেশ নিয়ে সে আগ্রহী। এখন তার পাসপোর্ট তৈরির কাজ করতে হবে। এরপর বাকি প্রক্রিয়া সারতে হবে।”