ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

হামজার আসা এশিয়ার ফুটবলের জন্য ভালো: ভারত কোচ

  • আপডেট সময় : ০৭:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ দলের কোনো খেলোয়াড় সম্পর্কে প্রশ্ন উঠলে প্রতিপক্ষ কোচেরা সাধারণত নাম বলতে পারেন না। বড় জোর এক-দুজনের জার্সি নাম্বার বলে থাকেন। অতীত অভিজ্ঞতা এমনই। এবার ভিন্ন এক দৃশ্যই দেখা গেল সংবাদ সম্মেলনে। ভারত কোচ মানোলো মার্কেসের কথার অনেকটা জুড়ে যে থাকলেন বাংলাদেশের হামজা চৌধুরী! শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার লাল-সবুজের জার্সিতে গায়ে তুলেছেন। মঙ্গলবার শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হবে তার। ইংলিশ ফুটবলে খেলার অভিজ্ঞতা নিয়ে হামজার আসাটা কেবল বাংলাদেশের জন্য নয়, ভারত কোচ আরও বড় পরিসরে ভাবছেন।

“আমি মনে করি, অবশ্যই সে খুবই ভালো একজন ফুটবলার। সে প্রিমিয়ার লিগে খেলেছে, এখন চ্যাম্পিয়নশিপে খেলছে, কিন্তু তার দল লিগে উঠবে। অবশ্যেই সে ভালো খেলোয়াড়। আমি মনে করি, কেবল বাংলাদেশের জন্য নয়, এশিয়ান ফুটবলের জন্য এটা ভালো বিষয় যে, এই মানের একজন খেলোয়াড় (এই অঞ্চলের) জাতীয় দলে খেলতে পারে।”
“যে ভালো দিকটি আমি অনুভব করতে পারছি যে, তার সতীর্থরা তার মানের খেলোয়াড়ের সাথে খেলতে ভীষণ অনুপ্রাণিত থাকবে। আমি ঠিক জানি না, এক-দুই সপ্তাহ দলের সাথে থেকে মাঠে সে কী প্রভাব রাখতে পারবে। তবে, নিশ্চিতভাবেই বাংলাদেশ দলে তার আগমন দারুণ প্রাপ্তি যোগ।

” অবসর ভেঙে সুনিল ছেত্রির ফেরায় বাড়তি যোগ হয়েছে ভারতেরও। ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ডের প্রশংসায় পঞ্চমুখ হয়ে মার্কেস জানালেন, তাকে ফেরানোর কারণ। প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ৪৮৯ দিন পর জয়ের দেখা পাওয়ার আনন্দের রেশ টেনে নেওয়ার লক্ষ্যও জানালেন এই স্প্যানিশ কোচ। “সুনিল ভারতের কিংবদন্তি ফুটবলার। সর্বোচ্চ গোলদাতা। আমি তাকে ডেকেছি, কেননা, ভারত কোচ হিসেবে আমার প্রথম ম্যাচে আমরা গোল করতে পারিনি। সুযোগ তৈরির ক্ষেত্রেও আমাদের সমস্যা ছিল।” “এটা এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে আমাদের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। আপনি আগাম বলতে পারবেন না ম্যাচের ফল কি হবে। দেখা যাক, কিন্তু আমি অনুভব করছি, ম্যাচ ভালো হতে পারে, বাজেও হতে পারে, এটি খুব ছোট পরিসরের বাছাই, সেরা দল যাবে পরের ধাপে, বাংলাদেশকে তাই হারানোর চেষ্টা করতে চাই আমি।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হামজার আসা এশিয়ার ফুটবলের জন্য ভালো: ভারত কোচ

আপডেট সময় : ০৭:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ দলের কোনো খেলোয়াড় সম্পর্কে প্রশ্ন উঠলে প্রতিপক্ষ কোচেরা সাধারণত নাম বলতে পারেন না। বড় জোর এক-দুজনের জার্সি নাম্বার বলে থাকেন। অতীত অভিজ্ঞতা এমনই। এবার ভিন্ন এক দৃশ্যই দেখা গেল সংবাদ সম্মেলনে। ভারত কোচ মানোলো মার্কেসের কথার অনেকটা জুড়ে যে থাকলেন বাংলাদেশের হামজা চৌধুরী! শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার লাল-সবুজের জার্সিতে গায়ে তুলেছেন। মঙ্গলবার শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হবে তার। ইংলিশ ফুটবলে খেলার অভিজ্ঞতা নিয়ে হামজার আসাটা কেবল বাংলাদেশের জন্য নয়, ভারত কোচ আরও বড় পরিসরে ভাবছেন।

“আমি মনে করি, অবশ্যই সে খুবই ভালো একজন ফুটবলার। সে প্রিমিয়ার লিগে খেলেছে, এখন চ্যাম্পিয়নশিপে খেলছে, কিন্তু তার দল লিগে উঠবে। অবশ্যেই সে ভালো খেলোয়াড়। আমি মনে করি, কেবল বাংলাদেশের জন্য নয়, এশিয়ান ফুটবলের জন্য এটা ভালো বিষয় যে, এই মানের একজন খেলোয়াড় (এই অঞ্চলের) জাতীয় দলে খেলতে পারে।”
“যে ভালো দিকটি আমি অনুভব করতে পারছি যে, তার সতীর্থরা তার মানের খেলোয়াড়ের সাথে খেলতে ভীষণ অনুপ্রাণিত থাকবে। আমি ঠিক জানি না, এক-দুই সপ্তাহ দলের সাথে থেকে মাঠে সে কী প্রভাব রাখতে পারবে। তবে, নিশ্চিতভাবেই বাংলাদেশ দলে তার আগমন দারুণ প্রাপ্তি যোগ।

” অবসর ভেঙে সুনিল ছেত্রির ফেরায় বাড়তি যোগ হয়েছে ভারতেরও। ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ডের প্রশংসায় পঞ্চমুখ হয়ে মার্কেস জানালেন, তাকে ফেরানোর কারণ। প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ৪৮৯ দিন পর জয়ের দেখা পাওয়ার আনন্দের রেশ টেনে নেওয়ার লক্ষ্যও জানালেন এই স্প্যানিশ কোচ। “সুনিল ভারতের কিংবদন্তি ফুটবলার। সর্বোচ্চ গোলদাতা। আমি তাকে ডেকেছি, কেননা, ভারত কোচ হিসেবে আমার প্রথম ম্যাচে আমরা গোল করতে পারিনি। সুযোগ তৈরির ক্ষেত্রেও আমাদের সমস্যা ছিল।” “এটা এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে আমাদের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। আপনি আগাম বলতে পারবেন না ম্যাচের ফল কি হবে। দেখা যাক, কিন্তু আমি অনুভব করছি, ম্যাচ ভালো হতে পারে, বাজেও হতে পারে, এটি খুব ছোট পরিসরের বাছাই, সেরা দল যাবে পরের ধাপে, বাংলাদেশকে তাই হারানোর চেষ্টা করতে চাই আমি।”