ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

হামজাকে নিয়ে আশাবাদী সালাউদ্দীন

  • আপডেট সময় : ০৭:১৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দীর্ঘ ১৬ বছর সভাপতিত্ব করেছেন কাজী সালাউদ্দিন। গতবছর বাফুফের সভপতিত্ব থেকে সড়ে দাড়ান তিনি। নতুন নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নেন তাবিথ আউয়াল। বাফুফের সভাপতিত্ব ছাড়লেও সাফের নির্বাচিত সভাপতি কাজী সালাউদ্দিন।

সাফের সভাপতি হিসেবে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসেছিলে সালাউদ্দিন। সেখানেই কথা বলেছেন হামজার বিষয়ে। বাংলাদেশী বংশোদ্ভূত ইংল্যান্ডের ফুটবলার হামজা চৌধুরি। তাকে বাংলাদেশের হয়ে খেলার পক্রিয়া শুরু হয়েছিল কাজী সালাউদ্দিন সভাপতি থাকাকালীন সময় থেকেই। সেটা বাস্তবায়ন হয়েছে নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর। হামজার বাংলাদেশে খেলতে আসা দেশের ফুটবলের জন্য ইতিবাচক বলে জানিয়েছেন সালাদ্দিন। তিনি বলেন, ‘এটা বাংলাদেশের জন্য খুবই ভালো খবর এবং আমার মনে হয় এটা ইফেক্টিভ হবে।’

হামজা বাংলাদেশে খেলতে আসলে তার দেখাদেখি আরও ফুটবলাররা বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ পাবে বলে মনে করেন বাফুফের সাবেক বস। তিনি বলেন, ‘আশা করি ও (হামজা) আসলে আরও যদি কোনো বাংলাদেশি প্রবাসী ফুটবলার থাকে তারাও আসতে অনুপ্রেরণা পাবে, যে হামজা যখন গেছে, আমরাও যাই। এটা খুবই পজিটিভ সাইন।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

হামজাকে নিয়ে আশাবাদী সালাউদ্দীন

আপডেট সময় : ০৭:১৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দীর্ঘ ১৬ বছর সভাপতিত্ব করেছেন কাজী সালাউদ্দিন। গতবছর বাফুফের সভপতিত্ব থেকে সড়ে দাড়ান তিনি। নতুন নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নেন তাবিথ আউয়াল। বাফুফের সভাপতিত্ব ছাড়লেও সাফের নির্বাচিত সভাপতি কাজী সালাউদ্দিন।

সাফের সভাপতি হিসেবে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসেছিলে সালাউদ্দিন। সেখানেই কথা বলেছেন হামজার বিষয়ে। বাংলাদেশী বংশোদ্ভূত ইংল্যান্ডের ফুটবলার হামজা চৌধুরি। তাকে বাংলাদেশের হয়ে খেলার পক্রিয়া শুরু হয়েছিল কাজী সালাউদ্দিন সভাপতি থাকাকালীন সময় থেকেই। সেটা বাস্তবায়ন হয়েছে নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর। হামজার বাংলাদেশে খেলতে আসা দেশের ফুটবলের জন্য ইতিবাচক বলে জানিয়েছেন সালাদ্দিন। তিনি বলেন, ‘এটা বাংলাদেশের জন্য খুবই ভালো খবর এবং আমার মনে হয় এটা ইফেক্টিভ হবে।’

হামজা বাংলাদেশে খেলতে আসলে তার দেখাদেখি আরও ফুটবলাররা বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ পাবে বলে মনে করেন বাফুফের সাবেক বস। তিনি বলেন, ‘আশা করি ও (হামজা) আসলে আরও যদি কোনো বাংলাদেশি প্রবাসী ফুটবলার থাকে তারাও আসতে অনুপ্রেরণা পাবে, যে হামজা যখন গেছে, আমরাও যাই। এটা খুবই পজিটিভ সাইন।’