বিনোদন ডেস্ক: একের পর এক নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। এবার প্রকাশ্যে এসেছে তার ‘ঘোর কেটে যায়’ শিরোনামের গান। বিজ্ঞপ্তিতে হাবিব জানিয়েছেন, ‘হাবিব ওয়াহিদ’ ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে গানটি। অমিতা কর্মকারের লেখা গানটিতে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আতিয়া আনিসা। হাবিবের সঙ্গে আনিসার তৃতীয় গান এটি। আনিসা বলেন, “হাবিব ভাইয়ের সঙ্গে তৃতীয়বারের মত গান করলাম, যা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা।
তার সঙ্গে করা প্রতিটি কাজই আমাকে নতুন কিছু শিক্ষা দেয়। “সামনে আমাদের আরও নতুন নতুন গান আসবে। আপাতত সবাই ঘোর কেটে যায়কে ভালোবাসুন।” গানটি নিয়ে হাবিবের ভাষ্য, আতিয়ার সঙ্গে এর আগেও কাজ হয়েছে তার। যেগুলো শ্রোতারা পছন্দ করেছেন। এই গানটিও সবার পছন্দ হবে। এর আগে আনিসাকে নিয়ে হাবিবের ‘কোন খেয়ালে’ ও ‘হোক বাড়াবাড়ি’ নামের দুটি গান প্রকাশ পেয়েছিল। গেল মাসে প্রকাশ পেয়েছে এই শিল্পীর ‘মন বোঝে না’ গান। যেখানে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দেবশ্রী অন্তরা। এর আগে এই শিল্পীকে নিয়ে হাবিব গেয়েছিলেন ‘প্রেমে পড়া মন’।