ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

হাবিবের ‘মহা জাদু’তে কে এই গায়িকা মেহের নিগর রুস্তম

  • আপডেট সময় : ০৫:০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

হাবিব ওয়াহিদ ও মেহের নিগর রুস্তম- ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: কোক স্টুডিওতে এসেছে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের ‘জাদু’ গান। এ গানের মাধ্যমে ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭টায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। হাবিবের সঙ্গে এতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহের নিগর রুস্তম।

কে এই মেহের নিগর রুস্তম?

১৯৯৪ সালের ১৪ অক্টোবর তাজিকিস্তানের খোভালিং জেলায় জন্মগ্রহণ করেন মেহের নিগর রুস্তম। মাত্র ৫ বছর বয়স থেকে তিনি গান গাওয়া শুরু করেন। এখন পর্যন্ত অনেকগুলো জাতীয় ও আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি।

২০০১ সালে মেহের নিগর ‘বাডস অব হোপ’ (আশার কুঁড়ি) প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এরপর ২০০৩ সালে ‘সানশাইন’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন। পরবর্তীতে তিনি তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ‘ইয়েদিনজি তুর্কিশ অলিম্পিকস’-এ স্বর্ণ ও রৌপ্য পদক লাভ করেন।

‎২০০৬ সালে স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ (সিআইএস)-এর তরুণদের নিয়ে অনুষ্ঠিত ‘ডেলফি গেমস’ প্রতিযোগিতায় লোকসংগীত এবং আধুনিক গানের বিভাগে দুটি স্বর্ণপদক অর্জন করেন।

২০১৪ সালে তাজিকিস্তানের রাজধানী দুশানবে প্রথমবারের মতো আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ‘জিলো-২০১৪’ আয়োজন করা হয়, যেখানে ১২টি বিভাগ ছিল। এর মধ্যে ‘আধুনিক ও জনপ্রিয় সঙ্গীত’ বিভাগে সেরা নারী গায়িকার পুরস্কার পান মেহের নিগর রুস্তম।

২০১৭ সালে ‘তারোনাবোরোন’ গানের জন্য ‘তামোশো মিউজিক অ্যাওয়ার্ডস – ২০১৭’ জিতেছিলেন তিনি। এই মর্যাদাপূর্ণ সংগীত পুরস্কারের জন্য ৯টি বিভাগে মোট ৪৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

২০১১ সালে এই গায়িকা তাজিকিস্তানের রাজধানীতে অবস্থিত দুশানবের ইন্টারন্যাশনাল স্কুল থেকে তিনি স্নাতক সম্মান অর্জন করেন। এরপর তাজিক জাতীয় কনজারভেটরি একাডেমি থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

মেহের নিগর রুস্তমের এক ভাই রয়েছে। গায়িকার ভাইয়ের নাম সাফারমুহাম্মদ রুস্তম। তিনিও তাজিকিস্তানের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী গায়ক।

ওআ/আপ্র/২৬/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হাবিবের ‘মহা জাদু’তে কে এই গায়িকা মেহের নিগর রুস্তম

আপডেট সময় : ০৫:০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: কোক স্টুডিওতে এসেছে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের ‘জাদু’ গান। এ গানের মাধ্যমে ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭টায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। হাবিবের সঙ্গে এতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহের নিগর রুস্তম।

কে এই মেহের নিগর রুস্তম?

১৯৯৪ সালের ১৪ অক্টোবর তাজিকিস্তানের খোভালিং জেলায় জন্মগ্রহণ করেন মেহের নিগর রুস্তম। মাত্র ৫ বছর বয়স থেকে তিনি গান গাওয়া শুরু করেন। এখন পর্যন্ত অনেকগুলো জাতীয় ও আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি।

২০০১ সালে মেহের নিগর ‘বাডস অব হোপ’ (আশার কুঁড়ি) প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এরপর ২০০৩ সালে ‘সানশাইন’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন। পরবর্তীতে তিনি তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ‘ইয়েদিনজি তুর্কিশ অলিম্পিকস’-এ স্বর্ণ ও রৌপ্য পদক লাভ করেন।

‎২০০৬ সালে স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ (সিআইএস)-এর তরুণদের নিয়ে অনুষ্ঠিত ‘ডেলফি গেমস’ প্রতিযোগিতায় লোকসংগীত এবং আধুনিক গানের বিভাগে দুটি স্বর্ণপদক অর্জন করেন।

২০১৪ সালে তাজিকিস্তানের রাজধানী দুশানবে প্রথমবারের মতো আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ‘জিলো-২০১৪’ আয়োজন করা হয়, যেখানে ১২টি বিভাগ ছিল। এর মধ্যে ‘আধুনিক ও জনপ্রিয় সঙ্গীত’ বিভাগে সেরা নারী গায়িকার পুরস্কার পান মেহের নিগর রুস্তম।

২০১৭ সালে ‘তারোনাবোরোন’ গানের জন্য ‘তামোশো মিউজিক অ্যাওয়ার্ডস – ২০১৭’ জিতেছিলেন তিনি। এই মর্যাদাপূর্ণ সংগীত পুরস্কারের জন্য ৯টি বিভাগে মোট ৪৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

২০১১ সালে এই গায়িকা তাজিকিস্তানের রাজধানীতে অবস্থিত দুশানবের ইন্টারন্যাশনাল স্কুল থেকে তিনি স্নাতক সম্মান অর্জন করেন। এরপর তাজিক জাতীয় কনজারভেটরি একাডেমি থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

মেহের নিগর রুস্তমের এক ভাই রয়েছে। গায়িকার ভাইয়ের নাম সাফারমুহাম্মদ রুস্তম। তিনিও তাজিকিস্তানের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী গায়ক।

ওআ/আপ্র/২৬/০৯/২০২৫