ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

হাফ পাস বাস্তবায়নে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

  • আপডেট সময় : ০২:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের গণপরিবহনে হাফ পাস বা অর্ধেক ভাড়া নির্ধারণে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা। এরমধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছে তারা। এমন ঘোষণার আজকের মতো রাজধানীর সায়েন্সল্যাবের সড়ক ছেড়ে দিয়েছেন তারা।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিন-চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিরপুর সড়কের সায়েন্সল্যাব এলাকায় সড়ক অবরোধ করে। তারা গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস বা অর্ধেক ভাড়া নির্ধারণ, পরিবহনে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি বন্ধসহ নিরাপদ সড়কের দাবিতে টানা দেড় সপ্তাহ ধরে আন্দোলন করছে। তারই ধারাবাহিকতায় আজকে সায়েন্সল্যাবে সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে। এরআগে একই দিন রাজধানীর বকশিবাজার এলাকায় শিক্ষার্থীরা দ্রুত সরকারের কাজে এই দাবি বাস্তবায়নে প্রজ্ঞাপন জারির অনুরোধ করেন। ঢাকা কলেজের শিক্ষার্থী রাসেল বলেন, ‘আমাদের দাবি হাফ পাস ও নিরাপদ যাতায়াত। আমরা আজকে সড়ক ছেড়ে দিয়েছি, সরকার ও বাস মালিকদের ৪৮ ঘণ্টা সময় দিয়েছি, তারা বসে সিদ্ধান্ত নিয়ে এই সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করবে।’
প্রায় দেড় ঘণ্টা ধরে সাইন্সল্যাব সড়কটি শিক্ষার্থীদের দখলে ছিল। এতে এলিফ্যান্ট রোড, নীলক্ষেত, ধানমন্ডি, নিউমার্কেট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনে বাম সংগঠনের শিক্ষার্থীদেরও দেখা গেছে।
সমাবেশ শেষে এক ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ : হাফ পাসের (বাসে অর্ধেক ভাড়া) দাবিতে চলা আন্দোলন থেকে এক ছাত্রকে গতকাল মঙ্গলবার তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রকে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান বলেন, ‘আমরাও শুনেছি আইডিয়াল কলেজের এক ছাত্রকে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ঢাকা কলেজের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে দ্রুত আমাদের জানাতে বলেছি।’ তিনি আইডিয়াল কলেজের অধ্যক্ষের সঙ্গেও কথা বলেছেন। ছাত্রটির নাম-পরিচয় তিনি জানেন না বলে জানিয়েছেন
হাফ পাসের দাবিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ছাত্ররা প্রথমে নীলক্ষেত ও পরে সায়েন্স ল্যাবরেটরিতে সমাবেশ করেন। বেলা ২টা ১০ মিনিটের দিকে মঙ্গলবারের মতো আন্দোলনের সমাপ্তি টানেন ছাত্ররা। তাঁরা মিছিল নিয়ে নীলক্ষেতের দিকে যাওয়ার সময় হঠাৎ লাঠিসোঁটা নিয়ে একদল তরুণ ছাত্রদের ধাওয়া দেন। এরপর পুলিশের উপস্থিতিতে আইডিয়াল কলেজের এক ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

হাফ পাস বাস্তবায়নে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট সময় : ০২:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : দেশের গণপরিবহনে হাফ পাস বা অর্ধেক ভাড়া নির্ধারণে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা। এরমধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছে তারা। এমন ঘোষণার আজকের মতো রাজধানীর সায়েন্সল্যাবের সড়ক ছেড়ে দিয়েছেন তারা।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিন-চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিরপুর সড়কের সায়েন্সল্যাব এলাকায় সড়ক অবরোধ করে। তারা গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস বা অর্ধেক ভাড়া নির্ধারণ, পরিবহনে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি বন্ধসহ নিরাপদ সড়কের দাবিতে টানা দেড় সপ্তাহ ধরে আন্দোলন করছে। তারই ধারাবাহিকতায় আজকে সায়েন্সল্যাবে সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে। এরআগে একই দিন রাজধানীর বকশিবাজার এলাকায় শিক্ষার্থীরা দ্রুত সরকারের কাজে এই দাবি বাস্তবায়নে প্রজ্ঞাপন জারির অনুরোধ করেন। ঢাকা কলেজের শিক্ষার্থী রাসেল বলেন, ‘আমাদের দাবি হাফ পাস ও নিরাপদ যাতায়াত। আমরা আজকে সড়ক ছেড়ে দিয়েছি, সরকার ও বাস মালিকদের ৪৮ ঘণ্টা সময় দিয়েছি, তারা বসে সিদ্ধান্ত নিয়ে এই সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করবে।’
প্রায় দেড় ঘণ্টা ধরে সাইন্সল্যাব সড়কটি শিক্ষার্থীদের দখলে ছিল। এতে এলিফ্যান্ট রোড, নীলক্ষেত, ধানমন্ডি, নিউমার্কেট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনে বাম সংগঠনের শিক্ষার্থীদেরও দেখা গেছে।
সমাবেশ শেষে এক ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ : হাফ পাসের (বাসে অর্ধেক ভাড়া) দাবিতে চলা আন্দোলন থেকে এক ছাত্রকে গতকাল মঙ্গলবার তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রকে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান বলেন, ‘আমরাও শুনেছি আইডিয়াল কলেজের এক ছাত্রকে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ঢাকা কলেজের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে দ্রুত আমাদের জানাতে বলেছি।’ তিনি আইডিয়াল কলেজের অধ্যক্ষের সঙ্গেও কথা বলেছেন। ছাত্রটির নাম-পরিচয় তিনি জানেন না বলে জানিয়েছেন
হাফ পাসের দাবিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ছাত্ররা প্রথমে নীলক্ষেত ও পরে সায়েন্স ল্যাবরেটরিতে সমাবেশ করেন। বেলা ২টা ১০ মিনিটের দিকে মঙ্গলবারের মতো আন্দোলনের সমাপ্তি টানেন ছাত্ররা। তাঁরা মিছিল নিয়ে নীলক্ষেতের দিকে যাওয়ার সময় হঠাৎ লাঠিসোঁটা নিয়ে একদল তরুণ ছাত্রদের ধাওয়া দেন। এরপর পুলিশের উপস্থিতিতে আইডিয়াল কলেজের এক ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়।