নড়াইল সংবাদদাতা : নড়াইলের লোহাগড়ায় বোমায় এক যুবকের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। রবিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কুন্দশী চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আহত শাহাজাদা মোল্লা লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের আকবার হোসেন মোল্লার ছেলে এবং মল্লিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামালের ভাগ্নে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শরিফুল ইসলাম জানান, শাহাজাদা মোল্লার ডান হাতের কনুই থেকে হাড়-মাংস আলাদা হয়ে গেছে। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হবে।