ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫

হাতিয়ায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • আপডেট সময় : ০৭:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রান্না ঘরের চুলার আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা। নিহতরা হলেন- বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামের মুনদার বাড়ির নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলন বালা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিমাই ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। দিবাগত রাত ৩টার দিকে তাদের রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে যায়। এতে ঘরের আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘুমের ঘোরে আচ্ছন্ন থাকায় নিমাই ও তার স্ত্রীর শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা দেখে আগুন নেভানোর চেষ্টা করেন। শুক্রবার ভোরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় পাঠান। পথে কুমিল্লায় বিকাল ৫টার দিকে অ্যাম্বুলেন্সেই মারা যান নিমাই।

মুমূর্ষু অবস্থায় তাঁর স্ত্রী মিলন বালাকে ঢাকায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টার দিকে মিলন বালার মৃত্যু হয়। হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী জানান, ঘটনাটি তাদের জানানো হয়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হাতিয়ায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৭:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রান্না ঘরের চুলার আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা। নিহতরা হলেন- বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামের মুনদার বাড়ির নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলন বালা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিমাই ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। দিবাগত রাত ৩টার দিকে তাদের রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে যায়। এতে ঘরের আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘুমের ঘোরে আচ্ছন্ন থাকায় নিমাই ও তার স্ত্রীর শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা দেখে আগুন নেভানোর চেষ্টা করেন। শুক্রবার ভোরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় পাঠান। পথে কুমিল্লায় বিকাল ৫টার দিকে অ্যাম্বুলেন্সেই মারা যান নিমাই।

মুমূর্ষু অবস্থায় তাঁর স্ত্রী মিলন বালাকে ঢাকায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টার দিকে মিলন বালার মৃত্যু হয়। হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী জানান, ঘটনাটি তাদের জানানো হয়নি।