চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে এক দিনমজুরের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখিল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দিনমজুরের নাম আবদুর রশিদ (৬০)। তিনি ওই এলাকার আবদুল নবীর ছেলে।
সরফভাটা ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) মোহাম্মদ দিলদার বলেন, ‘মঙ্গলবার রাতে চারটি হাতি মীরেরখিল নবী মাস্টার বাড়ি এলাকায় এসে হানা দেয়। ফজরের আজান দেওয়ার পর মসজিদে নামাজ পড়ার জন্য ঘর থেকে হন দিনমজুর আবদুর রশিদ। পথিমধ্যে হাতির কবলে পড়েন তিনি। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।’
রাঙ্গুনিয়ার সিরিঙ্গা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মুনছুর আহাম্মদ বলেন, ‘হাতির আক্রমণে এক ব্যক্তি মারা গেছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি। মৃত ব্যক্তির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছি। তার পরিবার যাতে ক্ষতিপূরণ পায়, সেই ব্যবস্থা করবো আমরা।’ এর আগে গত ১ জুলাই রাতে বন্য হাতির আক্রমণে পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামে আবদুল আজিজ (৬৫) এবং ২৬ জুন সন্ধ্যায় একই ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শাহ আলমের (৫৫) মৃত্যু হয়েছিল। তারা কৃষক ছিলেন।
হাতির আক্রমণে মৃত্যু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ