নিজস্ব প্রতিবেদক : ঢাকার হাতিরঝিল এলাকা থেকে একটি ‘বিদেশি পিস্তলসহ’ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাতে ঝিল সংলগ্ন মধুবাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব -৩ এর সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবীর। তারা হলেন- মো. সাদ্দাম হোসেন সাব্বির ওরফে সাগর (২১) ও মো. জালাল (১৮)। সাগরের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। জালাল তেজগাঁও মোল্লাবাড়ি এলাকায় থাকেন। খায়রুল কবীর বলেন, এদের বিরুদ্ধে হাতিরঝিলসহ ঢাকার বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকা- পরিচালনার অভিযোগ রয়েছে। এসব কাজে তারা ওই অস্ত্র ব্যবহার করে আসছিলেন বলে তিনি যোগ করেন। র্যাব কর্মকর্তা খায়রুল বলেন, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী দীর্ঘদিন ধরে রাজধানীর হাতিরঝিল মধুবাগ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় একটি বিদেশি পিস্তল ও একটি চাকুসহ তাদের গ্রেপ্তার করা হয়। র্যাবের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। আর জালাল সাগরের সহযোগী। মাদক ও অস্ত্র আইনের মামলায় তাদের হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।