ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

হাতিরঝিলে টিভি প্রডিউসারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

  • আপডেট সময় : ১২:৩৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের প্রডিউসার আবদুল বারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকালে পুলিশ প্লাজার পাশে ফজলে রাব্বি পার্কের পেছনে লেকের ধার থেকে লাশটি উদ্ধার করে গুলশান থানা পুলিশ। গুলশান বিভাগের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নিউটন দাস সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিউটন দাস বলেন, ‘ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে তাকে অজ্ঞাত দুর্বৃত্তরা এখানে এনে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে গেছে।’
সহকারী পুলিশ কমিশনার জানান, ‘ইতোমধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম ইউনিট ও ডিবির ক্রাইম টিম এসে আলামত সংগ্রহ করেছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ধারণা করা হচ্ছে প্রথমে তাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়। পরে লেকের পাড়ে পানিতে নেমে গেলে তাকে উঠিয়ে নিয়ে এসে গলা কেটে হত্যা করা হয়। লাশের পাশে থেকে মানিব্যাগ, মোবাইল ও হত্যাকা-ে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।’
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আবদুল বারী ডিবিসি নিউজের আগে মোহনা টেলিভিশনের প্রডিউসার হিসেবে কর্মরত ছিলেন। মোহনা টেলিভিশনের সহকারী প্রডিউসার সোহেল রানা বলেন, ‘আবদুল বারীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের চ-ীদাস পাড়ায়। তিনি আগে মিরপুরে থাকতেন। পরে মহাখালীতে একটি মেসে ছিলেন।’ গত মঙ্গলবার দুপুরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। আগামী সপ্তাহে বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতিরঝিলে টিভি প্রডিউসারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:৩৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের প্রডিউসার আবদুল বারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকালে পুলিশ প্লাজার পাশে ফজলে রাব্বি পার্কের পেছনে লেকের ধার থেকে লাশটি উদ্ধার করে গুলশান থানা পুলিশ। গুলশান বিভাগের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নিউটন দাস সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিউটন দাস বলেন, ‘ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে তাকে অজ্ঞাত দুর্বৃত্তরা এখানে এনে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে গেছে।’
সহকারী পুলিশ কমিশনার জানান, ‘ইতোমধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম ইউনিট ও ডিবির ক্রাইম টিম এসে আলামত সংগ্রহ করেছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ধারণা করা হচ্ছে প্রথমে তাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়। পরে লেকের পাড়ে পানিতে নেমে গেলে তাকে উঠিয়ে নিয়ে এসে গলা কেটে হত্যা করা হয়। লাশের পাশে থেকে মানিব্যাগ, মোবাইল ও হত্যাকা-ে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।’
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আবদুল বারী ডিবিসি নিউজের আগে মোহনা টেলিভিশনের প্রডিউসার হিসেবে কর্মরত ছিলেন। মোহনা টেলিভিশনের সহকারী প্রডিউসার সোহেল রানা বলেন, ‘আবদুল বারীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের চ-ীদাস পাড়ায়। তিনি আগে মিরপুরে থাকতেন। পরে মহাখালীতে একটি মেসে ছিলেন।’ গত মঙ্গলবার দুপুরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। আগামী সপ্তাহে বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল।