ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

হাতিয়ায় ট্রাক্টরচালককে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : ১১:৫১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মিজানুর রহমান (৩৩) নামে এক ট্রাক্টরচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে, শনিবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের মধ্য বোয়ালিয়া হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে খুন হন তিনি। নিহত মিজানুর একই এলাকার মৃত মোস্তফিজুর রহমান চৌকিদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মিজান ট্রাক্টর দিয়ে ভাড়ায় অন্যের জমিতে চাষ করতেন। কিছুদিন আগে তিনি অন্য এলাকায় জমি চাষ করলে সেই এলাকার ট্রাক্টরচালকদের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। পুলিশ ধারণা করছে, এ বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, শনিবার রাতে মিজান তার বাড়ির কাছে হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসেছিলেন। রাত ১০টার দিকে দুর্বৃত্তরা সেখানে গিয়ে মিজানের মাথায় তিনটি ও পিঠে একটি কোপ দিয়ে পালিয়ে যান। এ অবস্থায় মিজানকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মো. ইব্রাহীম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় ট্রাক্টরচালককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১১:৫১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মিজানুর রহমান (৩৩) নামে এক ট্রাক্টরচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে, শনিবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের মধ্য বোয়ালিয়া হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে খুন হন তিনি। নিহত মিজানুর একই এলাকার মৃত মোস্তফিজুর রহমান চৌকিদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মিজান ট্রাক্টর দিয়ে ভাড়ায় অন্যের জমিতে চাষ করতেন। কিছুদিন আগে তিনি অন্য এলাকায় জমি চাষ করলে সেই এলাকার ট্রাক্টরচালকদের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। পুলিশ ধারণা করছে, এ বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, শনিবার রাতে মিজান তার বাড়ির কাছে হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসেছিলেন। রাত ১০টার দিকে দুর্বৃত্তরা সেখানে গিয়ে মিজানের মাথায় তিনটি ও পিঠে একটি কোপ দিয়ে পালিয়ে যান। এ অবস্থায় মিজানকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মো. ইব্রাহীম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।