রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাত থেকে পালাতে গিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে রাজশাহী নগরীর বিপরীতে পদ্মা নদীর ত্রিমোহনী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম ভরত মন্ডল (৩৩)। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার চকরাজাপুর পশ্চিম কলোনি গ্রামে তার বাড়ি। বাবার নাম তারাপদ ম-ল। রবিবার ভোর ৬টার দিকে ত্রিমোহনী এলাকায় ভরতের লাশ পাওয়া যায়। এ ব্যাপারে রাজশাহীর কাটাখালী থানায় একটি মামলা করেছে বিজিবি। ভরত মন্ডল ১০০ বোতল ফেনসিডিল নিয়ে বাংলাদেশে ঢোকেন। এ সময় তিনি বিজিবির ১০ নম্বর পদ্মার চর সীমান্ত ফাঁড়ির সদস্যদের হাতে ধরা পড়েন। বিজিবি সদস্যরা তাকে নৌকায় করে আনছিলেন। তখন হাতকড়া পরা অবস্থায় তিনি নদীতে ঝাঁপ দেন। এতে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এরপর ভোরে বিজিবি লাশ পাওয়ার কথা পুলিশকে জানায়।