ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

হাজার হাজার বিদ্রোহীকে হত্যার দাবি ইথিওপিয়ার

  • আপডেট সময় : ১২:৩৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার উত্তরাঞ্চলে টাইগ্রে এলাকায় প্রায় পাঁচ হাজার ছয়শ’ বিদ্রোহীকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গত নভেম্বর থেকে ওই এলাকায় সংঘাত চললেও কোন সময়ের মধ্যে এতো বিদ্রোহীকে হত্যা করা হয়েছে সেবিষয়ে কিছু জানায়নি সেনাবাহিনী। তবে প্রতিনিধিদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক সময়ের সংঘাতেই এসব বিদ্রোহী নিহত হয়ে থাকতে পারে।
ইথিওপিয়ার সিনিয়র জেনারেল বাচা দেবেলে এক বিবৃতিতে জানান, সংঘাতে আরও প্রায় দুই হাজার তিনশ’ বিদ্রোহী আহত এবং আরও দুই হাজারকে আটক করা হয়েছে। জাতিসংঘ সতর্ক করে দিয়ে জানিয়েছে, এই সংঘাতের কারণে লাখ লাখ বেসামরিক মানুষ অভুক্ত থাকতে পারে।
লেফটেন্যান্ট জেনারেল বাচা দেবেলে অভিযোগ করেন টাইগ্রে পিউপিল’স লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ইথিওপিয়াকে ভাঙার চেষ্টায় রয়েছে। তিনি দাবি করেন, টিপিএলএফ এর একটি অংশ টাইগ্রে ও আমহারা প্রদেশের হুমেরা সীমান্ত নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে তাদের সম্পূর্ণ হটিয়ে দেওয়া হয়। তবে ইথিওপিয়ার সেনাবাহিনীর দাবি নিয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি টিপিএলএফ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হাজার হাজার বিদ্রোহীকে হত্যার দাবি ইথিওপিয়ার

আপডেট সময় : ১২:৩৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার উত্তরাঞ্চলে টাইগ্রে এলাকায় প্রায় পাঁচ হাজার ছয়শ’ বিদ্রোহীকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গত নভেম্বর থেকে ওই এলাকায় সংঘাত চললেও কোন সময়ের মধ্যে এতো বিদ্রোহীকে হত্যা করা হয়েছে সেবিষয়ে কিছু জানায়নি সেনাবাহিনী। তবে প্রতিনিধিদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক সময়ের সংঘাতেই এসব বিদ্রোহী নিহত হয়ে থাকতে পারে।
ইথিওপিয়ার সিনিয়র জেনারেল বাচা দেবেলে এক বিবৃতিতে জানান, সংঘাতে আরও প্রায় দুই হাজার তিনশ’ বিদ্রোহী আহত এবং আরও দুই হাজারকে আটক করা হয়েছে। জাতিসংঘ সতর্ক করে দিয়ে জানিয়েছে, এই সংঘাতের কারণে লাখ লাখ বেসামরিক মানুষ অভুক্ত থাকতে পারে।
লেফটেন্যান্ট জেনারেল বাচা দেবেলে অভিযোগ করেন টাইগ্রে পিউপিল’স লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ইথিওপিয়াকে ভাঙার চেষ্টায় রয়েছে। তিনি দাবি করেন, টিপিএলএফ এর একটি অংশ টাইগ্রে ও আমহারা প্রদেশের হুমেরা সীমান্ত নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে তাদের সম্পূর্ণ হটিয়ে দেওয়া হয়। তবে ইথিওপিয়ার সেনাবাহিনীর দাবি নিয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি টিপিএলএফ।