প্রত্যাশা ডেস্ক : বিশ্বজুড়ে সমুদ্রের তলদেশ থেকে ফাইবার অপটিক ইন্টারনেট কেবল বসানোর পরিকল্পনা করছে ফেইসবুকের মালিক কোম্পানি মেটা। এ প্রকল্পের খরচ ছাড়িয়ে যেতে পারে এক হাজার কোটি ডলার। সমুদ্রের তলদেশ বা সাবসি কেবল বিশেষজ্ঞ সুনীল তাগারে প্রথম জানিয়েছিলেন প্রকল্পটির বিষয়ে, যার ঘোষণা আগামী বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে আসতে পারে। তবে, মেটার এক সূত্র প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চকে জানিয়েছে প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। মাত্র কয়েকটি কোম্পানিই এ প্রকল্পের পরিকাঠামো তৈরি করতে পারে এবং অনেকেই অন্যান্য গ্রাহকদের সঙ্গে এরইমধ্যে প্রতিশ্রুতিবদ্ধ। যদি প্রকল্পটি বাস্তবায়িত হয়ও, এরপরও তার স্থাপন করে চালু করার আগে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। মেটা এক ডজনেরও বেশি সাবসি নেটওয়ার্কের আংশিক-মালিক। তবে এটিই প্রথম সাবসি কেবল হতে যাচ্ছে যার মালিকানা পুরোপুরিই থাকছে এ টেক জায়ান্টের। সার্চ জায়ান্ট গুগলেরও নিজস্ব কয়েকটি কেবল আছে, যদিও অ্যামাজন এবং মাইক্রোসফটেরর জন্য নির্ধারিত কেবল নেই এবং তারাও এর আংশিক মালিক। মেটা কেবল-এর একমাত্র ব্যবহারকারী হবে বলেও উল্লেখ রয়েছে প্রতিবেদনে। কেবলটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে দক্ষিণ আফ্রিকা, এরপর ভারত এবং অস্ট্রেলিয়ার উত্তর উপকূল হয়ে আবারও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে গিয়ে শেষ হবে বলে ধারণা পাওয়া গেছে। এটি ৪০ হাজার কিলোমিটার বা তারও বেশি দীর্ঘ হতে পারে। বিশেষজ্ঞ তাগারের মতে, কেবলটির নিরাপদ পথ এমন এলাকা এড়িয়ে যাবে যেগুলোকে ‘মেজর সিঙ্গল পয়েন্টস অফ ফেইলিয়র’ বলা হয়। এসব এলাকার মধ্যে রয়েছে লোহিত সাগর, দক্ষিণ চীন সাগর, মিশল, ফ্রান্সের শহর মার্সেই, মালাক্কা প্রণালী এবং সিঙ্গাপুর। পাশাপাশি, ভূ-রাজনৈতিক উত্তেজনা রয়েছে এমন এলাকাও এড়িয়ে যাব এ কেবল।