ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

হাজার কোটি ডলারেরও বেশি দামে বিক্রির পথে ম্যাকাফি

  • আপডেট সময় : ১০:৪১:২২ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • ৮২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : এক হাজার কোটি ডলারেরও বেশি মূল্যে বিক্রি হয়ে যেতে পারে সাইবার সুরক্ষা প্রতিষ্ঠান ম্যাকাফি কর্পোরেশন। মার্কিন প্রাইভৈট ইক্যুইটি প্রতিষ্ঠান অ্যাডভেন্ট ইন্টারন্যাশনালের হাতে যেতে পারে মালিকানা। খবর সত্যি হলে, চুক্তির শেষ পর্যায়ে রয়েছে প্রতিষ্ঠান দুটি।
রয়টার্সের প্রতিবেদন বলছে, এ ব্যাপারে ঘোষণা আসছে সোমবারেই। তবে, আলোচনা এ পর্যায়েও বাতিল হয়ে যেতে পারে। এ ব্যাপারে মন্তব্যের অনুরোধে ম্যাকাফি ও অ্যাডভেন্টের সাড়া মেলেনি। ম্যাকাফির এ মালিকানা হাতবদল সম্পর্কিত খবর এমন একটি সময় এলো যখন গোটা বিশ্বে মহামারীর কারণে দূর থেকে কাজকে নতুন স্বাভাবিক হিসেবে ধরা হচ্ছে এবং এ সুযোগকে কাজে লাগিয়ে বহু গুণে বেড়ে গেছে সাইবার আক্রমণের ঘটনা। ফলে অ্যান্টিভাইরাস ও ডিজিটাল সুরক্ষা সফটওয়্যার নিয়ে চাহিদা তৈরি হয়েছে। ভোক্তা সুরক্ষা সফটওয়্যার বাজারের নেতৃস্থানীয় পর্যায়ে আসতে যুক্তরাজ্যের লন্ডনে তালিকাভুক্ত অ্যাভাস্টকে আটশ’ ৬০ কোটি ডলারে কিনতে রাজি হয়েছে মার্কিন প্রতিষ্ঠান নর্টনলাইফলক ইনকর্পোরেটেড।
এদিকে, ২০২০ সালেই শেয়ার বাজারে পা রেখেছে ম্যাকাফি। শুক্রবার দিনশেষে ২০ শতাংশ বেড়েছিল প্রতিষ্ঠানটির শেয়ার দর। মার্চে চারশ’ কোটি ডলার নগদ অর্থে সিম্ফোনি টেকনোলজিস গ্রুপের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছে নিজেদের এন্টারপ্রাইজ ব্যবসা বিক্রি করে দিবে বলে জানিয়েছিল ম্যাকাফি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হাজার কোটি ডলারেরও বেশি দামে বিক্রির পথে ম্যাকাফি

আপডেট সময় : ১০:৪১:২২ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

প্রযুক্তি ডেস্ক : এক হাজার কোটি ডলারেরও বেশি মূল্যে বিক্রি হয়ে যেতে পারে সাইবার সুরক্ষা প্রতিষ্ঠান ম্যাকাফি কর্পোরেশন। মার্কিন প্রাইভৈট ইক্যুইটি প্রতিষ্ঠান অ্যাডভেন্ট ইন্টারন্যাশনালের হাতে যেতে পারে মালিকানা। খবর সত্যি হলে, চুক্তির শেষ পর্যায়ে রয়েছে প্রতিষ্ঠান দুটি।
রয়টার্সের প্রতিবেদন বলছে, এ ব্যাপারে ঘোষণা আসছে সোমবারেই। তবে, আলোচনা এ পর্যায়েও বাতিল হয়ে যেতে পারে। এ ব্যাপারে মন্তব্যের অনুরোধে ম্যাকাফি ও অ্যাডভেন্টের সাড়া মেলেনি। ম্যাকাফির এ মালিকানা হাতবদল সম্পর্কিত খবর এমন একটি সময় এলো যখন গোটা বিশ্বে মহামারীর কারণে দূর থেকে কাজকে নতুন স্বাভাবিক হিসেবে ধরা হচ্ছে এবং এ সুযোগকে কাজে লাগিয়ে বহু গুণে বেড়ে গেছে সাইবার আক্রমণের ঘটনা। ফলে অ্যান্টিভাইরাস ও ডিজিটাল সুরক্ষা সফটওয়্যার নিয়ে চাহিদা তৈরি হয়েছে। ভোক্তা সুরক্ষা সফটওয়্যার বাজারের নেতৃস্থানীয় পর্যায়ে আসতে যুক্তরাজ্যের লন্ডনে তালিকাভুক্ত অ্যাভাস্টকে আটশ’ ৬০ কোটি ডলারে কিনতে রাজি হয়েছে মার্কিন প্রতিষ্ঠান নর্টনলাইফলক ইনকর্পোরেটেড।
এদিকে, ২০২০ সালেই শেয়ার বাজারে পা রেখেছে ম্যাকাফি। শুক্রবার দিনশেষে ২০ শতাংশ বেড়েছিল প্রতিষ্ঠানটির শেয়ার দর। মার্চে চারশ’ কোটি ডলার নগদ অর্থে সিম্ফোনি টেকনোলজিস গ্রুপের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছে নিজেদের এন্টারপ্রাইজ ব্যবসা বিক্রি করে দিবে বলে জানিয়েছিল ম্যাকাফি।