ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

হাজার কোটি টাকা আত্মসাৎ, কর্ণফুলী মাল্টিপারপাসের পরিচালক আটক

  • আপডেট সময় : ০২:১৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে রেফারাল পদ্ধতিতে গ্রাহক সংগ্রহ করে হাজার কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটিতে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে এ পর্যন্ত প্রতিষ্ঠানটির পরিচালক শাকিল আহমেদসহ একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার দুপুর থেকে অভিযান পরিচালনা শুরু হয় বলে নিশ্চিত করেন র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে অভিযান শুরু হয়। বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগে গত শুক্রবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বর নান্নু মার্কেটের ‘এ’ ব্লকের ৮ নম্বর রোডে ডায়াগনস্টিক সেন্টারের দোতলায় কর্ণফুলী মাল্টিপারপাসের কার্যালয় ঘেরাও করেন শতাধিক গ্রাহক। এসময় আলোচনায় সমাধানের কথা বলে কয়েকজন গ্রাহককে ওই কার্যালয়ের একটি কক্ষে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হাজার কোটি টাকা আত্মসাৎ, কর্ণফুলী মাল্টিপারপাসের পরিচালক আটক

আপডেট সময় : ০২:১৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে রেফারাল পদ্ধতিতে গ্রাহক সংগ্রহ করে হাজার কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটিতে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে এ পর্যন্ত প্রতিষ্ঠানটির পরিচালক শাকিল আহমেদসহ একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার দুপুর থেকে অভিযান পরিচালনা শুরু হয় বলে নিশ্চিত করেন র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে অভিযান শুরু হয়। বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগে গত শুক্রবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বর নান্নু মার্কেটের ‘এ’ ব্লকের ৮ নম্বর রোডে ডায়াগনস্টিক সেন্টারের দোতলায় কর্ণফুলী মাল্টিপারপাসের কার্যালয় ঘেরাও করেন শতাধিক গ্রাহক। এসময় আলোচনায় সমাধানের কথা বলে কয়েকজন গ্রাহককে ওই কার্যালয়ের একটি কক্ষে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।