ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

হাজারীবাগে নারীকে পিটিয়ে হত্যা

  • আপডেট সময় : ০৭:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ‘পূর্ব শত্রুতার জেরে’ ঢাকার হাজারীবাগে ৬০ বছর বয়সী এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১২টার দিকে ওই ঘটনার পর রওশন আরা নামের ওই নারীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান। নিহত রওশন আরা হাজারীবাগ বেরিবাদ কালু নগর ময়লার ডিপু এলাকার আমজাদ হোসেনের স্ত্রী। তার বাবার নাম মৃত খোদাবক্স।

রওশন আরার মেয়ে রুনা আক্তার বলেছেন, জমিজমা নিয়ে স্থানীয় আরেক পক্ষের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে কিছুদিন আগে তাদের বাড়ির বৈদ্যুতিক তার কেটে দেওয়া হয়। ‘গতকাল (শুক্রবার) রাতে আব্দুর রহিম, রাকিব, আব্দুর রহমানসহ ৫-৬ জন আমার মাকে পাইপ, লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।’ হাজারীবাগ থানার এসাই আব্দুল হাই বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে। ময়নাতদন্তের জন্য রওশন আরার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজারীবাগে নারীকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৭:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ‘পূর্ব শত্রুতার জেরে’ ঢাকার হাজারীবাগে ৬০ বছর বয়সী এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১২টার দিকে ওই ঘটনার পর রওশন আরা নামের ওই নারীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান। নিহত রওশন আরা হাজারীবাগ বেরিবাদ কালু নগর ময়লার ডিপু এলাকার আমজাদ হোসেনের স্ত্রী। তার বাবার নাম মৃত খোদাবক্স।

রওশন আরার মেয়ে রুনা আক্তার বলেছেন, জমিজমা নিয়ে স্থানীয় আরেক পক্ষের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে কিছুদিন আগে তাদের বাড়ির বৈদ্যুতিক তার কেটে দেওয়া হয়। ‘গতকাল (শুক্রবার) রাতে আব্দুর রহিম, রাকিব, আব্দুর রহমানসহ ৫-৬ জন আমার মাকে পাইপ, লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।’ হাজারীবাগ থানার এসাই আব্দুল হাই বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে। ময়নাতদন্তের জন্য রওশন আরার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।