ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম প্রধানমন্ত্রীকে অবহিত করবেন কৃষিমন্ত্রী

  • আপডেট সময় : ০১:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • ১৩৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জপ্রতিনিধি : হাওরে বাঁধ নির্মাণ কমিটিতে অনিয়মের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, হাওরে বোরো ফসল ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে।
গতকাল শনিবার দুপুরে সুনমাগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। হাওরে বাঁধ নির্মাণ প্রকল্পে রক্ষণাবেক্ষণ আশানুরূপ হয়নি মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, ‘হাওরের কৃষক আজ প্রকৃতির কাছে অসহায়। বোরো ফসল ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে। প্রতিবছরই কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়। কতগুলো কারণ আমরা চিহ্নিত করেছি।’

ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে সরকার সব সময় থাকবে উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, ‘হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ফসল তোলার আগ পর্যন্ত সার-বীজ দেওয়াসহ সব ধরনের পুনর্বাসন করা হবে।’
‘হাওরের ধান তোলা নিয়ে আমি সবসময় আতঙ্কে থাকি। কখন কি হয়। কারণ প্রকৃতির ওপর আমাদের হাত নেই। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ যাতে প্রতি বছর ডিসেম্বরের আগে শুরু করা যায় সেটা নিয়েও আমি কথা বলব।’
দেশে খাদ্য সংকট নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই হাওরের কৃষকরা না খেয়ে থাকবেন না। তাদেরকে ভিজিএফ সহায়তা করা হবে। এসময় মন্ত্রী জানান, ভবিষ্যতে যাতে বাঁধগুলো রক্ষা করা যায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কৃষি মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় করে বাঁধ রক্ষায় ভূমিকা রাখতে হবে। এসময় সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামিমা আক্তার খানম প্রমুখ কৃষিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম প্রধানমন্ত্রীকে অবহিত করবেন কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০১:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২

সুনামগঞ্জপ্রতিনিধি : হাওরে বাঁধ নির্মাণ কমিটিতে অনিয়মের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, হাওরে বোরো ফসল ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে।
গতকাল শনিবার দুপুরে সুনমাগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। হাওরে বাঁধ নির্মাণ প্রকল্পে রক্ষণাবেক্ষণ আশানুরূপ হয়নি মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, ‘হাওরের কৃষক আজ প্রকৃতির কাছে অসহায়। বোরো ফসল ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে। প্রতিবছরই কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়। কতগুলো কারণ আমরা চিহ্নিত করেছি।’

ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে সরকার সব সময় থাকবে উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, ‘হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ফসল তোলার আগ পর্যন্ত সার-বীজ দেওয়াসহ সব ধরনের পুনর্বাসন করা হবে।’
‘হাওরের ধান তোলা নিয়ে আমি সবসময় আতঙ্কে থাকি। কখন কি হয়। কারণ প্রকৃতির ওপর আমাদের হাত নেই। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ যাতে প্রতি বছর ডিসেম্বরের আগে শুরু করা যায় সেটা নিয়েও আমি কথা বলব।’
দেশে খাদ্য সংকট নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই হাওরের কৃষকরা না খেয়ে থাকবেন না। তাদেরকে ভিজিএফ সহায়তা করা হবে। এসময় মন্ত্রী জানান, ভবিষ্যতে যাতে বাঁধগুলো রক্ষা করা যায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কৃষি মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় করে বাঁধ রক্ষায় ভূমিকা রাখতে হবে। এসময় সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামিমা আক্তার খানম প্রমুখ কৃষিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।