বিনোদন ডেস্ক : ‘হাওয়া’ সিনেমার জন্য এবার দিল্লিতে গেলেন নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। শনিবার (০৪ ফেব্রুয়ারি) দিল্লিগামী বিমানে ঢাকা ছাড়েন তিনি। বিষয়টি জানিয়েছেন অভিনেতা নিজেই। ফেসবুকে একটি ছবি পোস্ট করে এই অভিনেতা লেখেন, ‘দিল্লী চলি ইন্দো-বাংলা ফিল্ম ফেসটিভালে। ‘হাওয়া’ নিয়েৃ। দিল্লিতে তিন দিনব্যাপী ৪র্থ ইন্দো-বাংলা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে শুক্রবার। এই চলচ্চিত্র উৎসবে দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র ‘হাওয়া’ প্রদর্শিত হবে। জানা গেছে, ‘হাওয়া’ প্রদর্শন করা হবে ৫ ফেব্রুয়ারি সকালে। ২০১৭ সালে এই চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হলেও করোনা মহামারির জন্য গত দুই বছর এই উৎসব আয়োজন করা হয়নি। প্রসঙ্গত, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল ম-লসহ আরো অনেকে।