ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

হাইটেক পার্কে বিনিয়োগের এখনই সময়: পলক

  • আপডেট সময় : ১০:৩৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • ১৪০ বার পড়া হয়েছে

পলক

প্রযুক্তি ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, হাইটেক পার্ক হবে ডিজিটাল অর্থনীতির চালিকাশক্তি। বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে ডিজিটাল অর্থনীতি দিকে যাত্রা করেছে। প্রতিমন্ত্রী গত রোববার গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বাংলাদেশ টেকনোসিটি লিমিটেড ও ফেলিসিটি আইডিসি ইন্টারনেট ডেটা-সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পলক উপাত্ত বিশ্লেষণভিত্তিক সলিউশন দিয়ে তেল সমৃদ্ধ অনেক দেশ থেকে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে উল্লেখ করে বলেন, ডেটা ইন নেক্সট অয়েল। ইতোমধ্যে আমরা আমাদের তথ্য-উপাত্তের নিরাপত্তার জন্য ‘ডেটা প্রটেকশন অ্যাক্ট’র খসড়া তৈরি করেছি। সবার মতামত নিয়েই এই আইন করা হবে। হাইটেক পার্কে নতুন দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে (টেকনোসিটি ও ফেলিসিটি আইডিসি ডেটা-সেন্টার) আরও ২ থেকে আড়াইশ কোটি টাকার বিনিয়োগ আসবে। তিনি মনে করেন, আগামী ১০ বছরের মধ্যে এখানে আরও ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং এই সময়ের মধ্যে হাইটেক টাউনশিপে ইকোসিস্টেম গড়ে উঠবে। প্রতিমন্ত্রী বলেন, সাশ্রয়ী, উদ্ভাবনী ও টেকসই স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণদের চাকরিজীবী হওয়ার পরিবর্তে উদ্যোক্তা হতে সরকারের আয়োজন রয়েছে। ইতোমধ্যেই স্টার্টআপ কোম্পানি বাংলাদেশ গঠন করে দিয়ে প্রধানমন্ত্রীর ৫০০ কোটি টাকা দিয়েছেন। ১০০ কোটি টাকা বিনিয়োগ শুরু হয়েছে। হাইটেক পার্কে কেউ আবেদন করলে সেখান থেকেও আমরা তাদেরকে ইক্যুইটি ইনভেস্টমেন্টের সুযোগ দিতে পারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

হাইটেক পার্কে বিনিয়োগের এখনই সময়: পলক

আপডেট সময় : ১০:৩৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২

প্রযুক্তি ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, হাইটেক পার্ক হবে ডিজিটাল অর্থনীতির চালিকাশক্তি। বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে ডিজিটাল অর্থনীতি দিকে যাত্রা করেছে। প্রতিমন্ত্রী গত রোববার গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বাংলাদেশ টেকনোসিটি লিমিটেড ও ফেলিসিটি আইডিসি ইন্টারনেট ডেটা-সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পলক উপাত্ত বিশ্লেষণভিত্তিক সলিউশন দিয়ে তেল সমৃদ্ধ অনেক দেশ থেকে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে উল্লেখ করে বলেন, ডেটা ইন নেক্সট অয়েল। ইতোমধ্যে আমরা আমাদের তথ্য-উপাত্তের নিরাপত্তার জন্য ‘ডেটা প্রটেকশন অ্যাক্ট’র খসড়া তৈরি করেছি। সবার মতামত নিয়েই এই আইন করা হবে। হাইটেক পার্কে নতুন দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে (টেকনোসিটি ও ফেলিসিটি আইডিসি ডেটা-সেন্টার) আরও ২ থেকে আড়াইশ কোটি টাকার বিনিয়োগ আসবে। তিনি মনে করেন, আগামী ১০ বছরের মধ্যে এখানে আরও ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং এই সময়ের মধ্যে হাইটেক টাউনশিপে ইকোসিস্টেম গড়ে উঠবে। প্রতিমন্ত্রী বলেন, সাশ্রয়ী, উদ্ভাবনী ও টেকসই স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণদের চাকরিজীবী হওয়ার পরিবর্তে উদ্যোক্তা হতে সরকারের আয়োজন রয়েছে। ইতোমধ্যেই স্টার্টআপ কোম্পানি বাংলাদেশ গঠন করে দিয়ে প্রধানমন্ত্রীর ৫০০ কোটি টাকা দিয়েছেন। ১০০ কোটি টাকা বিনিয়োগ শুরু হয়েছে। হাইটেক পার্কে কেউ আবেদন করলে সেখান থেকেও আমরা তাদেরকে ইক্যুইটি ইনভেস্টমেন্টের সুযোগ দিতে পারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া প্রমুখ।