ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

হলিউডে ডাক পাচ্ছেন রিয়া

  • আপডেট সময় : ১১:৪৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • ৯৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। শোনা যাচ্ছে, হলিউডে পাড়ি দেওয়ার ডাক পাচ্ছেন তিনি। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বেশ আলোচনায় ছিলেন রিয়া। এই অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু তার মৃত্যুর পর অনেকেই রিয়াকে দোষারোপ শুরু করেন। এছাড়া মাদক মামলায় গ্রেপ্তারও হন রিয়া। যদিও পরবর্তী সময়ে জামিনে মুক্ত হন। এদিকে বেশ কিছুদিন আড়ালে ছিলেন রিয়া। এছাড়া নতুন কোনো বলিউড সিনেমাতেও তার চুক্তির খবর নেই। মাঝে জানা যায়, বলিউডে কাজ না পেয়ে ভারতের দক্ষিণী সিনেমাতে চেষ্টা করছেন তিনি। তবে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হলিউড থেকে সিনেমার সুযোগের প্রস্তাব পাচ্ছেন রিয়া। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, হলিউডের তিনটি ট্যালেন্ট এজেন্সি রিয়ার সঙ্গে যোগাযোগ করেছে। তারা হলিউডের নামি পরিচালকের সঙ্গে এই অভিনেত্রীর কাজের ব্যবস্থা করে দিতে চাইছে। তবে হলিউড সিনেমায় কাজের ব্যাপারে রিয়ার আগ্রহ থাকলেও এই ধরনের প্রস্তাবে এখনো সম্মতি দেননি তিনি। ‘বিগ বস’ রিয়েলিটির শোয়ের পরবর্তী সিজনে রিয়াকে দেখা যাবে বলে গুঞ্জন চাউর হয়েছে। পাশাপাশি ‘চেহরে’ নামের একটি সিনেময় অভিনয় করছেন এই অভিনেত্রী। দুই বছর আগেই এতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ইমরান হাশমি প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

হলিউডে ডাক পাচ্ছেন রিয়া

আপডেট সময় : ১১:৪৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। শোনা যাচ্ছে, হলিউডে পাড়ি দেওয়ার ডাক পাচ্ছেন তিনি। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বেশ আলোচনায় ছিলেন রিয়া। এই অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু তার মৃত্যুর পর অনেকেই রিয়াকে দোষারোপ শুরু করেন। এছাড়া মাদক মামলায় গ্রেপ্তারও হন রিয়া। যদিও পরবর্তী সময়ে জামিনে মুক্ত হন। এদিকে বেশ কিছুদিন আড়ালে ছিলেন রিয়া। এছাড়া নতুন কোনো বলিউড সিনেমাতেও তার চুক্তির খবর নেই। মাঝে জানা যায়, বলিউডে কাজ না পেয়ে ভারতের দক্ষিণী সিনেমাতে চেষ্টা করছেন তিনি। তবে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হলিউড থেকে সিনেমার সুযোগের প্রস্তাব পাচ্ছেন রিয়া। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, হলিউডের তিনটি ট্যালেন্ট এজেন্সি রিয়ার সঙ্গে যোগাযোগ করেছে। তারা হলিউডের নামি পরিচালকের সঙ্গে এই অভিনেত্রীর কাজের ব্যবস্থা করে দিতে চাইছে। তবে হলিউড সিনেমায় কাজের ব্যাপারে রিয়ার আগ্রহ থাকলেও এই ধরনের প্রস্তাবে এখনো সম্মতি দেননি তিনি। ‘বিগ বস’ রিয়েলিটির শোয়ের পরবর্তী সিজনে রিয়াকে দেখা যাবে বলে গুঞ্জন চাউর হয়েছে। পাশাপাশি ‘চেহরে’ নামের একটি সিনেময় অভিনয় করছেন এই অভিনেত্রী। দুই বছর আগেই এতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ইমরান হাশমি প্রমুখ।