বিনোদন ডেস্ক: বিশ্বের প্রথম এভারেস্টজয়ী পর্বতারোহী তেনজিং নোরগের বায়োপিক তৈরি হচ্ছে হলিউডে। নোরগের সঙ্গী এডমুন্ড হিলারিরগল্পও থাকবে সিনেমার পর্দায়। সিনেমার নাম ‘তেনজিং’; পরিচালনা করছেন জেনিফার পিডং। এর আগে তিনি ‘শেরপা’, ‘মাউন্টেন’ ও ‘সোলো’ সিনেমা পরিচালনা করেছেন। এবার নেপালি শেরপার জীবনী পর্দায় তুলে আনার কাজ হাতে নিয়েছেন তিনি। ১৯৫৩ সালের আগ পর্যন্ত অজেয় ছিল এভারেস্ট। ওই বছর এডমুন্ড হিলারি ও তেনজিং নোরগে প্রথমবারের মতো ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু এই পর্বতশৃঙ্গ জয় করেন। ভ্যারাইটি লিখেছে, এই সিনেমায় ‘পুয়োর থিংস’ খ্যাত অভিনেতা উইলেম ডিফো ও ‘লোকি’ খ্যাত অভিনেতা টম হিড্লস্টোনকে একসঙ্গে পাওয়া যাবে। সিনেমায় এডমুন্ড হিলারির চরিত্রে অভিনয় করবেন টম। সিনেমার খবর ছড়িয়ে পড়তেই কৌতুহলীদের প্রশ্ন হল, তাহলে তেনজিং নোরগের চরিত্রে কে অভিনয় করবেন? নির্মাতারা জানিয়েছেন, এই চরিত্রের অভিনেতার সন্ধান এখনো চলছে। চূড়ান্ত হওয়া মাত্র অভিনেতার নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিচালক জেনিফার পিডং।
জনপ্রিয় সংবাদ