বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড তারকা অনিল কাপুরের ‘দ্য নাইট ম্যানেজার’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এর রেশ না কাটতেই হলিউডের এক সিরিজে কাজ করার খবর দিয়েছেন এই অভিনেতা। শুক্রবার এক টুইটে অনিল কাপুর জানান, এবার বলিউড তারকা জেরেমি রেনারের সঙ্গে একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আবারও দর্শক ও সমালোচকের সামনে এসেছেন ৬৬ বছর বয়সী এই অভিনেতা। ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার পরিচালক শেখর কাপুর তার প্রশংসা করে টুইটে লিখেছেন, অভিনয় দিয়ে বারবার নিজেকে টেনে এনেছেন অনিল কাপুর। আর ওটিটি প্ল্যাটফর্ম তাকে এমন কিছু করার সুযোগ করে দিচ্ছে, যা আগে হয়নি। এরপর অনিল কাপুরের কী পরিকল্পনা জানতে চেয়ে শেখর লেখেন, “আশা করছি আন্তর্জাতিক কিছু হবে।”
এমন প্রশংসাসূচক মন্তব্যের উত্তর দিতে দেরি করেননি অনিল। জেরেমির সঙ্গে পর্দা ভাগ করার খবর দিয়ে তিনি বলেন, ওটিটি এক নতুন অভিজ্ঞতা, আর এটা তার ভালোই লাগছে। “আপাতত জেরেমির রেনারের সঙ্গে ‘রেনারভেশনস’- এ কাজ করার অপেক্ষায় আছি। তোমাদের এই বিশ্বাস রাখতে পারব বলে আশা করছি।” এর আগে ২০০৮ সালে ‘স্লামডগ মিলিওনিয়ার’ দিয়ে বলিউডে নাম লেখানোর পর টম ক্রুজের সঙ্গে ‘মিশন ইমপসিবল: গোস্ট প্রোটোকল’ এ কাজ করেছেন অনিল কাপুর। সেই সিনেমায় জেরেমিও ছিলেন। তবে তাদের একসঙ্গে দেখা যায়নি। টাইমস অব ইন্ডিয়া বলছে, রাজস্থানের আলওয়ারে জেরেমির সঙ্গে এই অভিনেতাকে দেখা যাওয়ার পর গুঞ্জন ওঠেছিল- হয়তো নতুন চুক্তিতে যুক্ত হচ্ছেন তারা। চলতি বছরের শুরুতে তুষারপাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে জেরেমির দ্রুত আরোগ্য কামনা করে টুইটও করেছিলেন অনিল।
হলিউডি সিরিজে জেরেমি রেনারের সঙ্গে অনিল কাপুর
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ