রাজশাহী সংবাদদাতা : রাজশাহীতে ওয়াসার পানির দাম তিনগুণ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপি। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নগরীর মালোপাড়া এলাকায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, রাজশাহীর ওয়াসার পানি এখনো অস্বাস্থ্যকর ও দুর্গন্ধময়। ওয়াসার পানি পান করা তো দূরের কথা, তা গোসল কিংবা কাপড় ধোয়ারও উপযোগী নয়। এ অবস্থায় পানির দাম বাড়ানো অযৌক্তিক। বক্তারা আরও বলেন, অবিলম্বে ওয়াসাকে বর্ধিত পানির দাম কমাতে হবে। আর তা না হলে আগামীতে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিএনপি নেতা নজরুল হুদা, বিশ্বনাথ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।