অর্থনীতি প্রতিবেদক : জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস দিবস হরতাল চলছে। তবে হরতালের তেমন কোনও প্রভাব নেই রাজধানীর মতিঝিল ব্যাংক পাড়ায়। মতিঝিল, কমলাপুর, ফকিরাপুল, দৈনিক বাংলা এলাকা ঘুরে দেখা গেছে, অন্যদিনের মতোই ব্যাংকগুলোতে লেনদেন হচ্ছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা যথানিয়মে অফিসে এসেছেন। গ্রাহকরাও অন্য দিনের মতোই প্রয়োজনীয় লেনদেন করছেন। এ প্রসঙ্গে মতিঝিল শাখার সোনালী ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকে হরতালের প্রভাব পড়েনি। সকাল ৯টা থেকেই ব্যাংক লেনদেন শুরু হয়েছে। কর্মকর্তারাও যথাসময়ে এসে উপস্থিত হয়েছেন। গ্রাহকরাও অন্যান্য দিনের মতোই লেনদেন করছেন। অন্যান্য ব্যাংকের কর্মকর্তারাও বলছেন, হরতাল শুরু হলেও অফিসে আসতে তাদের কোনও সমস্যা হয়নি। অফিসে লেনদেন অন্যান্য দিনের মতোই চলছে। এদিকে ব্যাংকপাড়া বলে খ্যাত মতিঝিল এলাকায় দেখা যায়, যানবাহন চলাচল করছে আগের মতোই। বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। প্রসঙ্গত, বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস দিবস হরতাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টায় শুরু হয়। হরতাল সমর্থনে পল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল করেছে বাম জোট।