বিনোদন ডেস্ক : করোনার এই কঠিন সময়ে হবু মায়েদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা ও আনুশকা শর্মা। সম্প্রতি গর্ভবতীদের জন্য একটি হোয়াটস অ্যাপ হেল্পলাইন চালু করেছে জাতীয় মহিলা কমিশন। যেখানে হবু মায়েদের করোনা সম্পর্কিত যাবতীয় পরামর্শ দেয়ার পাশাপাশি সাহায্যের আশ্বাস দেয়া হয়েছে। দিয়া মির্জা ও আনুশকা শর্মা নিজেদের নেটমাধ্যমে মহিলা কমিশনের সাহায্যকারী নম্বর’সহ সেই বার্তা ছড়িয়ে দিয়েছেন। এই সংস্থা সারাক্ষণই চালু থাকবে বলে খবর। যখনই কোনও গর্ভবতী সমস্যায় পড়বেন তখনই তিনি যোগাযোগ করতে পারবেন এই সংস্থার সঙ্গে, দাবি জাতীয় মহিলা কমিশনের।
হবু মায়েদের তালিকায় রয়েছেন দিয়া মির্জাও। বৈভব রেখির সঙ্গে তার বিয়ে হয় চলতি বছরেই। তাদের মধুচন্দ্রিমার ছবি দেখে সবাই জানতে পারেন, দিয়া সন্তানসম্ভবা। সম্প্রতি করোনা থেকে নিজেকে এবং হবু সন্তানকে বাঁচাতে দিয়া প্রতিষেধক নিচ্ছেন কিনা, সে বিষয়ে জানতে চেয়েছেন বহু নেটাগরিক।
জবাবে দিয়া বলেছেন, পরীক্ষার ফলাফল ইতিবাচক না হলে এই প্রতিষেধক গর্ভবতীদের দেয়া হবে না। তাই আপাতত তিনি প্রতিষেধক নিচ্ছেন না। পাশাপাশি, নেটমাধ্যমে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কোভিডে পিতৃ-মাতৃহীন শিশুদের দিকেও।
পিছিয়ে নেই আনুশকা শর্মাও। এ বছরের জানুয়ারিতে জন্ম হয়েছে তার মেয়ে ভামিকার। তাকে সামলানোর পাশাপাশি অতি সম্প্রতি আনুশকা এবং বিরাট কোহলি করোনা ত্রাণ তহবিলে ১১ কোটি টাকা সংগ্রহ করে দিয়েছেন। যার মধ্যে দুই কোটি টাকা তারকা দম্পতির দান। এই অর্থ দিয়ে চিকিৎসার সরঞ্জাম কেনা হবে বলে জানা গেছে।
হবু মায়েদের পাশে দিয়া-আনুশকা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ