জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষক শামুসল হত্যা মামলায় একই পরিবারের স্ত্রী, সন্তান ছেলের বউসহ ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। গতকাল সোমবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিতি ছিল। দণ্ডপ্রাপ্তরা হলো ক্ষেতলালের মহব্বতপুর গ্রামের মৃত হাফেজ ওরফে হাফেজ উদ্দিন মণ্ডলের ছেলে ছাবদুল, ছাবদুল ওরফে ছবদের মণ্ডলের স্ত্রী ফাতেমা বেগম, ছেলে হেলাল ওরফে হেলু আলম হোসেন, ইদ্রিস আলী ওরফে বিশু, রেজাউল ইসলাম, আলম হোসেনের স্ত্রী ফারজানা বেগম, হেলাল ওরফে হেলুর স্ত্রী, লিলিফা বেগম ওরফে নিলুফা, আমেজ উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামের জিয়াউল হকের স্ত্রী ফুত্তি বেগম ওরফে ফুলবানু। মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩১ অক্টোবর দুপুর ১২টার দিকে মহব্বতপুর গ্রামের শামসুল ইসলাম বাড়ির পাশে মাঠে আলু রোপণের কাজ করছিলেন। ওই সময় উপরোক্ত ব্যক্তিরা পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড ও লাঠি দিয়ে মারপিট করে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা শামসুলকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মেরিনা বেগম বাদী হয়ে ২০১১ সালের ১১ নভেম্বর ক্ষেতলাল থানায় মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে গতকাল সোমবার দুপুরে বিচারক দুজনকে খালাস দিয়ে এ রায় ঘোষণা করেন।