ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

হতাশ পুরানের কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

  • আপডেট সময় : ১২:৩২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে ৯০ রানের বিশাল ব্যবধানে হেরেছে উইন্ডিজ। এমন হারের পর হতাশা প্রকাশ করেছেন ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরান। উইন্ডিজের ভেতরকার কঠিন বাস্তবতাকে তুলে ধরে পুরান বলেন, ‘আমরা বিশৃঙ্খল ছিলাম। নিজেদের ভেতর যখন আমরা আলোচনা করি, একই ভুল নিয়ে বারবার কথা বলি। যখনই ক্রিকেট মাঠে আসি, তখনই মনে হয় নিজেদের হতাশ করছি। পরিকল্পনা বাস্তবায়নে আমরা সক্ষম হইনি।’ কিংসটনে হওয়া সিরিজের দ্বিতীয় টি-২০তে আগে ব্যাট করা কিউইরা ৫ উইকেটে ২১৫ রান সংগ্রহ করে। জবাবে স্বাগতিকরা ৯ উইকেটে ১২৫ রানের বেশি তুলতে পারেনি। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।
টি-২০ বিশ্বকাপের আগে ক্যারিবীয়দের এমন বাজে পারফরম্যান্স বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পুরানের কণ্ঠে হতাশা ঝরার পাশাপাশি মিলেছে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারের ইঙ্গিত। পুরান বলেন, ‘এই মুহূর্তে কোনোকিছুই আমাদের অনুকূলে যাচ্ছে না। ব্যাপারটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। তবে আমরা যতো বেশি ক্রিকেট খেলব, আমাদের পারফরম্যান্স বাড়বে। বাস্তবতা মেনে নিতে হবে। লড়াই চালাতে হবে। আমরা একটি নতুন দল।’ তিনি আরো বলেন, ‘আমরা প্রতিটা ম্যাচে এসে জিততে পারি না। কঠিন সময়ে আমাদের একটি দল হয়ে একসঙ্গে লেগে থাকতে হবে। আমরা প্রতি দুই দিন পরপর ক্রিকেট খেলছি। এটা ছেলেদের জন্য সহজ নয়।’ পুরান যোগ করেন, ‘ছেলেরা আসলে কঠিন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছে। এতে আমি আনন্দিত। ক্রিকেট মাঠে এসে প্রতিবার জেতা মোটেও সহজ নয়। বিশেষ করে যখন আপনার হাতে যখন পর্যাপ্ত খেলোয়াড় নেই। ১৫ জনের স্কোয়াডের ভেতর চারজনই ইনজুরিগ্রস্ত। তাই আমি ছেলেদের জন্য গর্বিত।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হতাশ পুরানের কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

আপডেট সময় : ১২:৩২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে ৯০ রানের বিশাল ব্যবধানে হেরেছে উইন্ডিজ। এমন হারের পর হতাশা প্রকাশ করেছেন ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরান। উইন্ডিজের ভেতরকার কঠিন বাস্তবতাকে তুলে ধরে পুরান বলেন, ‘আমরা বিশৃঙ্খল ছিলাম। নিজেদের ভেতর যখন আমরা আলোচনা করি, একই ভুল নিয়ে বারবার কথা বলি। যখনই ক্রিকেট মাঠে আসি, তখনই মনে হয় নিজেদের হতাশ করছি। পরিকল্পনা বাস্তবায়নে আমরা সক্ষম হইনি।’ কিংসটনে হওয়া সিরিজের দ্বিতীয় টি-২০তে আগে ব্যাট করা কিউইরা ৫ উইকেটে ২১৫ রান সংগ্রহ করে। জবাবে স্বাগতিকরা ৯ উইকেটে ১২৫ রানের বেশি তুলতে পারেনি। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।
টি-২০ বিশ্বকাপের আগে ক্যারিবীয়দের এমন বাজে পারফরম্যান্স বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পুরানের কণ্ঠে হতাশা ঝরার পাশাপাশি মিলেছে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারের ইঙ্গিত। পুরান বলেন, ‘এই মুহূর্তে কোনোকিছুই আমাদের অনুকূলে যাচ্ছে না। ব্যাপারটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। তবে আমরা যতো বেশি ক্রিকেট খেলব, আমাদের পারফরম্যান্স বাড়বে। বাস্তবতা মেনে নিতে হবে। লড়াই চালাতে হবে। আমরা একটি নতুন দল।’ তিনি আরো বলেন, ‘আমরা প্রতিটা ম্যাচে এসে জিততে পারি না। কঠিন সময়ে আমাদের একটি দল হয়ে একসঙ্গে লেগে থাকতে হবে। আমরা প্রতি দুই দিন পরপর ক্রিকেট খেলছি। এটা ছেলেদের জন্য সহজ নয়।’ পুরান যোগ করেন, ‘ছেলেরা আসলে কঠিন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছে। এতে আমি আনন্দিত। ক্রিকেট মাঠে এসে প্রতিবার জেতা মোটেও সহজ নয়। বিশেষ করে যখন আপনার হাতে যখন পর্যাপ্ত খেলোয়াড় নেই। ১৫ জনের স্কোয়াডের ভেতর চারজনই ইনজুরিগ্রস্ত। তাই আমি ছেলেদের জন্য গর্বিত।’