ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

হতাশা ভুলে পিএসজির অনুশীলনে এমবাপ্পে

  • আপডেট সময় : ১২:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও হতাশা নিয়ে ফ্রান্সে ফিরতে হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। প্যারিসে রানার্স আপ ফ্রান্স দলও উষ্ণ অভ্যর্থনা পেয়েছে। যদিও এমবাপ্পে তাঁর চেহারা থেকে বিষণœতা সরাতে পারেননি। তবে গতকালই আবার হাসিমুখে দেখা মিলেছে তাঁর। বিশ্বকাপ ফাইনালের পর ৭২ ঘণ্টাও পেরোয়নি। তরুণ এই তারকা যোগ দিয়েছেন নিজ ক্লাবের অনুশীলনে। বুধবার প্যারিস সেন্ত জার্মেইয়ের অনুশীলন মাঠে ঢোকার মুখেই ক্যামেরাবন্দি হয়েছেন হাসিমুখের এমবাপ্পে। দুটি বিশ্বকাপ মিলিয়ে ১২ গোল এখন তাঁর নামের পাশে। আর সবগুলোই করেছেন বয়স ২৪ পূর্ণ হওয়ার আগেই। গত মঙ্গলবার সেই ২৪তম জন্মদিন পালন করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোমবাতির সামনে ছবিও পোস্ট করেছেন। তাঁকে হারিয়ে যিনি বিশ্বকাপ জিতেছেন, সেই মেসি অবশ্য বেশ আনন্দেই আছেন। ট্রফি নিয়ে দেশবাসির সঙ্গে উদযাপনে মেতে আছেন এই আর্জেন্টাইন। ক্লাব সতীর্থ মেসির সঙ্গে শিগগিরই দেখা হতে যাচ্ছে এমবাপ্পের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

হতাশা ভুলে পিএসজির অনুশীলনে এমবাপ্পে

আপডেট সময় : ১২:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও হতাশা নিয়ে ফ্রান্সে ফিরতে হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। প্যারিসে রানার্স আপ ফ্রান্স দলও উষ্ণ অভ্যর্থনা পেয়েছে। যদিও এমবাপ্পে তাঁর চেহারা থেকে বিষণœতা সরাতে পারেননি। তবে গতকালই আবার হাসিমুখে দেখা মিলেছে তাঁর। বিশ্বকাপ ফাইনালের পর ৭২ ঘণ্টাও পেরোয়নি। তরুণ এই তারকা যোগ দিয়েছেন নিজ ক্লাবের অনুশীলনে। বুধবার প্যারিস সেন্ত জার্মেইয়ের অনুশীলন মাঠে ঢোকার মুখেই ক্যামেরাবন্দি হয়েছেন হাসিমুখের এমবাপ্পে। দুটি বিশ্বকাপ মিলিয়ে ১২ গোল এখন তাঁর নামের পাশে। আর সবগুলোই করেছেন বয়স ২৪ পূর্ণ হওয়ার আগেই। গত মঙ্গলবার সেই ২৪তম জন্মদিন পালন করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোমবাতির সামনে ছবিও পোস্ট করেছেন। তাঁকে হারিয়ে যিনি বিশ্বকাপ জিতেছেন, সেই মেসি অবশ্য বেশ আনন্দেই আছেন। ট্রফি নিয়ে দেশবাসির সঙ্গে উদযাপনে মেতে আছেন এই আর্জেন্টাইন। ক্লাব সতীর্থ মেসির সঙ্গে শিগগিরই দেখা হতে যাচ্ছে এমবাপ্পের।