ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও হতাশা নিয়ে ফ্রান্সে ফিরতে হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। প্যারিসে রানার্স আপ ফ্রান্স দলও উষ্ণ অভ্যর্থনা পেয়েছে। যদিও এমবাপ্পে তাঁর চেহারা থেকে বিষণœতা সরাতে পারেননি। তবে গতকালই আবার হাসিমুখে দেখা মিলেছে তাঁর। বিশ্বকাপ ফাইনালের পর ৭২ ঘণ্টাও পেরোয়নি। তরুণ এই তারকা যোগ দিয়েছেন নিজ ক্লাবের অনুশীলনে। বুধবার প্যারিস সেন্ত জার্মেইয়ের অনুশীলন মাঠে ঢোকার মুখেই ক্যামেরাবন্দি হয়েছেন হাসিমুখের এমবাপ্পে। দুটি বিশ্বকাপ মিলিয়ে ১২ গোল এখন তাঁর নামের পাশে। আর সবগুলোই করেছেন বয়স ২৪ পূর্ণ হওয়ার আগেই। গত মঙ্গলবার সেই ২৪তম জন্মদিন পালন করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোমবাতির সামনে ছবিও পোস্ট করেছেন। তাঁকে হারিয়ে যিনি বিশ্বকাপ জিতেছেন, সেই মেসি অবশ্য বেশ আনন্দেই আছেন। ট্রফি নিয়ে দেশবাসির সঙ্গে উদযাপনে মেতে আছেন এই আর্জেন্টাইন। ক্লাব সতীর্থ মেসির সঙ্গে শিগগিরই দেখা হতে যাচ্ছে এমবাপ্পের।


























