ক্রীড়া প্রতিবেদক : সব সংস্করণ মিলিয়ে টানা ১০ ম্যাচে জয়ের দেখা নেই। পিঠ যেন দেওয়ালে ঠেকে গেছে বাংলাদেশ দলের। তবে অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর খানিকটা রেখা হিসেবে দেখা যাচ্ছে সামনে সিরিজ। নিজেদের প্রিয় সংস্করণে খেলা আপন আঙিনায়। ফিরছেন সাকিব আল হাসানও। সব মিলিয়ে বাজে সময় পেছনে ফেলে দল জয়ের ধারায় ফিরবে, বিশ্বাস সৌম্য সরকারের। সামনেই দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশের। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে এটি সৌম্যদের তৃতীয় সিরিজ। বছরের শুরুতে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে সুপার লিগের শুরুটা দারুণ করে বাংলাদেশ। পরে মার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে পেতে হয় উল্টো স্বাদ। কিউইদের বিপক্ষে অন্তত একটি জয় খুব করে চাইছিল বাংলাদেশ, সুপার লিগে তাহলে কিছুটা এগিয়ে থাকা যেত। সেটি হয়নি। সেই সিরিজ নিয়ে এখন আর ভাবার সুযোগ দেখেন না সৌম্য। সতীর্থদের সঙ্গে তিনি এখন প্রস্তুতি নিচ্ছেন লঙ্কানদের বিপক্ষে সিরিজের। বুধবার অনুশীলনের পর বিসিবির ভিডিও বার্তায় বাঁহাতি ব্যাটসম্যান সামনের সিরিজ নিয়ে শোনালেন আশার কথা