নিজস্ব প্রতিবেদক : দিনের শুরুতে হঠাৎ বজ্রসহ বৃষ্টি, সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে গেছে রাজধানীজুড়ে। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন সড়কে ভেঙে পড়া গাছের ডালপালার কারণে সড়কে যান চলাচল বাধাগ্রস্থ হয়। নিত্য যানজটের নগরীতে অফিস সময়ে বৃষ্টি যেন ভোগান্তি বাড়িয়ে দিয়েছে রাজধানীবাসীর। সেই সঙ্গে কোথাও কোথাও গণপরিবহনের সংখ্যা কিছুটা কম দেখা গেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়ে অফিসগামী মানুষ।
গতকাল বুধবার রাজধানীর ভিন্ন এলাকা ঘুরে অসহনীয় যানজট এবং বৃষ্টিতে ভোগান্তির এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস পয়েন্টে অফিসমুখী মানুষ এসে জড়ো হতে থাকে। গন্তব্যে যেতে সবাই হুড়োহুড়িতে ব্যস্ত। কেউ কেউ অফিসের সময় হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে গাড়ির দরজায় ঝুলে পড়েছেন। কেউবা আবার সেই সুযোগটুকুও পাচ্ছেন না। ফলে বাধ্য হয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও রাইড শেয়ারিং অ্যাপস কিংবা নানা উপায়ে চেষ্টা করছেন গন্তব্যে পৌঁছাতে। এদিকে বিভিন্ন সড়কে অসহনীয় যানজটে গাড়িতে বসে হাসফাস করতে দেখা গেছে অনেককে। মূলত অফিস সময় পার হয়ে যাওয়ায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন তারা। অন্যদিকে সকালের বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও পরবর্তীতে তা কমতে শুরু করেছে। পাশাপাশি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে গাছ পড়ে যানজট সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে ঝোড়ো বৃষ্টিতে শুরু হওয়া দিনটি অফিসগামী ও কাজে বের হওয়া মানুষের ভোগান্তিতে ফেলেছে।
কালবৈশাখীতে রাজধানীর বিভিন্ন স্থানে গাছের ডাল বা গাছ ভেঙে পড়তে দেখা গেছে। রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় একটি গাছ উপড়ে পড়েছে।
আবহাওয়া পরিস্থিতি: এদিকে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহের পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, পাবনা, যশোর ও রাঙ্গামাটির ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি প্রশমিত হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
হঠাৎ বৃষ্টির দিনে তীব্র যানজট, নগরে ভোগান্তি অবর্ণনীয়
ট্যাগস :
হঠাৎ বৃষ্টির দিনে তীব্র যানজট
জনপ্রিয় সংবাদ