নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরে চিকিৎসা করিয়ে দেশে ফেরার চার দিনের মাথায় হাসপাতালে ভর্তি হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নিজের চেম্বারে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। এরপর দুপুরে তাকে নেওয়া হয় পাশের ইউনাইটেড হাসপাতালে। গত ১৫ জানুয়ারি তিনি অসুস্থতা নিয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে ছিলন। ৭৫ বছর বয়সী এই রাজনীতিকের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে। মাঝে দুইবার তিনি কোভিডেও আক্রান্তও হয়েছেন। সে সময় হাসপাতালে ভর্তির দুই দিন পর বাসায় ফেরেন বিএনপি মহাসচিব। এরপর ১০ ফেব্রুয়ারি সস্ত্রীক যান সিঙ্গাপুর। সেখানকার ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা শেষে দেশে আসেন ১৬ ফেব্রুয়ারি। বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন বলেন, “তার (মির্জা ফখরুল) কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। সেজন্য মহাসচিবকে হাসপাতালে ভর্তি করা হবে।”
গত জানুয়ারির মত এবারও একজন হৃদরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন বিএনপি নেতা। তদারকির দায়িত্বে আছেন অধ্যাপক মমিনুজ্জামান। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ফখরুলের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর প্রতিবছরই ফলোআপের জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। তবে গত বছর রাজনৈতিক ব্যস্ততার কারণে যেতে পারেনি। গত ৮ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উত্তরার বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে। একমাস কারাবাসের পর উচ্চ আদালতের জামিনে গত ৯ জানুয়ারি মুক্তি পান তিনি।
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ফের হাসপাতালে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ























