ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

হজ সেরে প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ৩৭৭ জন

  • আপডেট সময় : ০৮:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: হজের সব আনুষ্ঠানিকতা সেরে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা; প্রথম ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৭৭ জন। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের হজের প্রথম ফিরতি ফ্লাইট সৌদি আরবের স্থানীয় সময় সোমবার রাত ১টা ৩০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে।
সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটটি (এসভি-৩৮০৮) বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এদিন মোট ১২টি ফ্লাইটে ৪ হাজার ৯০৪ জন দেশে ফিরবেন। এর মধ্যে ফ্লাইনাসের ছয়টি, সৌদিয়ার পাঁচটি এবং বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে। ১০ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে। এবছর বাংলাদেশ থেকে ২২৪টি ফ্লাইটে মোট ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরব যান। ২২২টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরবেন। এ বছর হজের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। তিনি বলেন, “এ বছর হজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মিনা, মুজদালিফা, আরাফায় কারো তেমন সমস্যা হয়নি। খাওয়াদাওয়া, হজের বাড়িভাড়া থেকে শুরু করে সবকিছু নির্বিঘেœ হয়েছে। আজকে থেকে সবাই বাংলাদেশে যাচ্ছে। এ বছর মৃত্যুর সংখ্যাও অন্যান্য বছরের চেয়ে কম। গরমে বা দুর্ঘটনায় এ বছর মিনা, মুজদালিফায় কোনো মানুষ মারা যায়নি। গত বছরগুলো থেকে এ বছর অনেক সুন্দর হজ হয়েছে। হাজিরাও সন্তোষ প্রকাশ করেছেন, হাবের পক্ষ থেকে আমরাও খুশি।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ বছর হজে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ১১ জন, মদিনায় ৭ জন এবং আরাফায় একজনসহ মোট ১৯ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ, দুই জন নারী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভারতে অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩১

হজ সেরে প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ৩৭৭ জন

আপডেট সময় : ০৮:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদক: হজের সব আনুষ্ঠানিকতা সেরে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা; প্রথম ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৭৭ জন। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের হজের প্রথম ফিরতি ফ্লাইট সৌদি আরবের স্থানীয় সময় সোমবার রাত ১টা ৩০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে।
সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটটি (এসভি-৩৮০৮) বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এদিন মোট ১২টি ফ্লাইটে ৪ হাজার ৯০৪ জন দেশে ফিরবেন। এর মধ্যে ফ্লাইনাসের ছয়টি, সৌদিয়ার পাঁচটি এবং বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে। ১০ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে। এবছর বাংলাদেশ থেকে ২২৪টি ফ্লাইটে মোট ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরব যান। ২২২টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরবেন। এ বছর হজের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। তিনি বলেন, “এ বছর হজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মিনা, মুজদালিফা, আরাফায় কারো তেমন সমস্যা হয়নি। খাওয়াদাওয়া, হজের বাড়িভাড়া থেকে শুরু করে সবকিছু নির্বিঘেœ হয়েছে। আজকে থেকে সবাই বাংলাদেশে যাচ্ছে। এ বছর মৃত্যুর সংখ্যাও অন্যান্য বছরের চেয়ে কম। গরমে বা দুর্ঘটনায় এ বছর মিনা, মুজদালিফায় কোনো মানুষ মারা যায়নি। গত বছরগুলো থেকে এ বছর অনেক সুন্দর হজ হয়েছে। হাজিরাও সন্তোষ প্রকাশ করেছেন, হাবের পক্ষ থেকে আমরাও খুশি।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ বছর হজে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ১১ জন, মদিনায় ৭ জন এবং আরাফায় একজনসহ মোট ১৯ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ, দুই জন নারী।