অর্থ-বাণিজ্য ডেস্ক : হজ ও ওমরাহ গমনেচ্ছুদের সব ধরনের ব্যাংকিং সেবা সহজতর করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড হজ এজেন্সী মালিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে। আয়োজনটি মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সীজ অব বাংলাদেশের (হাব) সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাব’র সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী ও মহাসচিব ফারুক আহমেদ সরদার। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক শরী’আহ সুপারভাইজরী কমিটির সদস্য শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ ও স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। এছাড়াও সভায় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ও হজ এজেন্সী মালিকগণ উপস্থিত ছিলেন।