নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে চলতি বছর হজ করতে সৌদি আরবে গেছেন ৫৬ হাজার ৯৫২ জন; তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সর্বশেষ গত রোববার খয়রব হোসেন নামের ৫৫ বছর বয়সী এক বাংলাদেশির মৃত্যু হয়েছে সৌদি আরবে। তার বাড়ি রংপুর জেলায়। বাংলাদেশ থেকে গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল, মঙ্গলবার ঢাকা থেকে শেষ ফ্লাইট ছেড়ে যাবে। এবার সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৮৯০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৬২ জন হজে গেছেন। তাদের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ এবং ৩৫ শতাংশ নারী ।
মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ থেকে যারা হজে গেছেন, তাদের মধ্যে ৪১ থেকে ৬০ বছর বয়সীদের সংখ্যা বেশি। ১৮ বছরের কম বয়সীদের সংখ্যা সবচেয়ে কম।
হজযাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি, ২৯ দশমিক ৬০ শতাংশ গৃহিনী। আর সবচেয়ে কম অবসরপ্রাপ্তরা, ৪ দশমিক ৯৮ শতাংশ। মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজযাত্রীদের ৩৭ শতাংশই ঢাকা বিভাগের। আর সবচেয়ে কম, ২ শতাংশ মানুষ গেছেন সিলেট বিভাগ থেকে। হজ হবে ৮ জুলাই। এর আগে আগামী বুধবার মিনায় অবস্থান নেওয়ার মধ্যে দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু করবেন হজযাত্রীরা। ৮ জুলাই তারা আরাফাতের ময়দানে সমবেত হয়ে হজের মূল আনুষ্ঠানিকতায় যোগ দেবেন। ৯ জুলাই পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে এবারের হজ। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই, যা ৪ আগস্ট পর্যন্ত চলবে।
নিজেদের উড়োজাহাজেই ৩০ হাজার হজযাত্রী পাঠাল বিমান : কোনো উড়োজাহাজ ভাড়া না নিয়েই এবার হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট ও ২০টি শিডিউলড ফ্লাইটে ২৯ হাজার ৯৯২ জন হজযাত্রী পরিবহন সম্পন্ন করে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। আগামী ৮ জুলাই হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলবে ১২ জুলাই পর্যন্ত চলবে। ১৪ জুলাই থেকে বিমানের ফিরতি ফ্লাইট শুরু করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান সংস্থার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান এ বছর কোটা অনুযায়ী ২৯ হাজার ৯৯২ জন হজযাত্রীকে নিরাপদে সৌদি আরব পৌঁছে দিয়েছে। ৩ জুলাই সর্বশেষ প্রি-হজ ফ্লাইট রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে গিয়ে জেদ্দায় পৌঁছেছে। “এ বছর বিমান কোনো উড়োজাহাজ লিজ নেওয়া ছাড়াই নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইটের পাশাপাশি সৌদি আরবে নিয়মিত শিডিউল ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে ঢাকা-জেদ্দা রুটে ১১টি ব্যালটি হজ (সরকারি ব্যবস্থাপনায় হজ) ফ্লাইটসহ ৪৪টি, ঢাকা-মদিনা রুটে ১০টি, চট্টগ্রাম-জেদ্দা রুটে নয়টি, চট্টগ্রাম-মদিনার মধ্যে দুটি ও সিলেট-জেদ্দা রুটে দুটি ফ্লাইট পরিচালনার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
হজে গেছেন ৫৬৯৫২ জন, মৃত্যু ১২ জনের
ট্যাগস :
হজে গেছেন ৫৬৯৫২ জন
জনপ্রিয় সংবাদ