ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

হকির সেমিফাইনালে হারলো ভারত

  • আপডেট সময় : ১০:৫২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • ৬৮ বার পড়া হয়েছে

টোকিও অলিম্পিক হকির সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হেরেছে ভারত। তবে এই ইভেন্ট থেকে সোনা জেতার আশা শেষ হলেও তারা এখন লড়বে ব্রোঞ্জের জন্য। মঙ্গলবার সেমিফাইনালে ৫-২ গোলে জিতেছে বেলজিয়াম। খেলার শুরুতেই এগিয়ে যায় বেলজিয়াম। দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে দারুণ এক গোল করেন বেলজিয়ামের লোইক লুইপার্ট। তবে দুই মিনিটে দুই গোল করে বেলজিয়ামকে চাপে ফেলে এগিয়ে যায় ভারত। ১১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত এবং ১৩তম মিনিটে গোল করেন মনদীপ সিং। ১৯তম মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করেন বেলজিয়ামের অ্যালেক্সান্ডার হেন্ড্রিক্স। দ্বিতীয় কোয়ার্টার ২-২ গোলের সমতায় শেষ হয়। তৃতীয় কোয়ার্টারে কোনো দলই গোল পায়নি। তবে চতুর্থ ও শেষ কোয়ার্টারে গিয়ে বাজিমাত করে বেলজিয়াম। ৪৯তম মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল পূরণ করেন অ্যালেক্সান্ডার হেন্ড্রিক্স। এর মিনিট চারেক বাদেই বেলজিয়ামকে ৪-২ গোলে এগিয়ে নিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন হেন্ড্রিক্স। ৬০তম মিনিটে ডজেমের গোল বেলজিয়ামকে ৫-২ গোলের বড় জয়ের পাশাপাশি ফাইনালের টিকিট নিশ্চিত করে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হকির সেমিফাইনালে হারলো ভারত

আপডেট সময় : ১০:৫২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১

টোকিও অলিম্পিক হকির সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হেরেছে ভারত। তবে এই ইভেন্ট থেকে সোনা জেতার আশা শেষ হলেও তারা এখন লড়বে ব্রোঞ্জের জন্য। মঙ্গলবার সেমিফাইনালে ৫-২ গোলে জিতেছে বেলজিয়াম। খেলার শুরুতেই এগিয়ে যায় বেলজিয়াম। দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে দারুণ এক গোল করেন বেলজিয়ামের লোইক লুইপার্ট। তবে দুই মিনিটে দুই গোল করে বেলজিয়ামকে চাপে ফেলে এগিয়ে যায় ভারত। ১১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত এবং ১৩তম মিনিটে গোল করেন মনদীপ সিং। ১৯তম মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করেন বেলজিয়ামের অ্যালেক্সান্ডার হেন্ড্রিক্স। দ্বিতীয় কোয়ার্টার ২-২ গোলের সমতায় শেষ হয়। তৃতীয় কোয়ার্টারে কোনো দলই গোল পায়নি। তবে চতুর্থ ও শেষ কোয়ার্টারে গিয়ে বাজিমাত করে বেলজিয়াম। ৪৯তম মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল পূরণ করেন অ্যালেক্সান্ডার হেন্ড্রিক্স। এর মিনিট চারেক বাদেই বেলজিয়ামকে ৪-২ গোলে এগিয়ে নিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন হেন্ড্রিক্স। ৬০তম মিনিটে ডজেমের গোল বেলজিয়ামকে ৫-২ গোলের বড় জয়ের পাশাপাশি ফাইনালের টিকিট নিশ্চিত করে।