ঢাকা ১২:৫২ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

হকিতে হার দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

  • আপডেট সময় : ০৫:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ হকিতে বাংলাদেশের শুরুটা হলো বেশ হতাশার। র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৪-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়লেন আশরাফুল-রেজাউলরা। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন আশরাফুল ইসলাম। তাঁর গোলেই প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ, পরে নিজেরা হজম করল এক হালি।

ভারতের রাজগীরে অনুষ্ঠিত ম্যাচে র‌্যাঙ্কিংয়ে ১২ নম্বরে থাকা মালয়েশিয়ার বিপক্ষে শুরুটা ভালোই হয়েছিল ২৯তম নম্বরে থাকা বাংলাদেশের। প্রথম কোয়ার্টারে ছিল গোলশূন্য ড্র। ম্যাচের ৫ মিনিটেই মালয়েশিয়ার পেনাল্টি কর্নার থেকে সাঈদ চোলানের শট দারুণভাবে ঠেকান গোলরক্ষক বিপ্লব কুজুর।

দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণাত্মক শুরু করে বাংলাদেশ। ১৬ মিনিটে দলকে এগিয়ে দেন আশরাফুল। ২৫ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে গোল পেয়ে সমতায় ফেরে মালয়েশিয়া।

তৃতীয় কোয়ার্টারে শুরুতে বিপ্লবের দুর্দান্ত সেভে বেঁচে যায় বাংলাদেশ। কিন্তু ৩৬ মিনিটে আনুয়ারের শটে এগিয়ে যায় মালয়েশিয়া। তারপর বেশ কয়েকবার সুযোগ পেলেও নিজেদের জাল সামাল দিতেই বেশি হিমশিম খেতে হয় বাংলাদেশকে।

শেষ কোয়ার্টারে ফিরে আসার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। পরপর দুটি পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেননি আশরাফুল। উল্টো ৪৮ ও ৫৪ মিনিটে দুটি গোল করে জয় নিশ্চিত করে মালয়েশিয়া।

তিন বছর আগের এশিয়া কাপে মালয়েশিয়ার কাছে ৮-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার ব্যবধান কিছুটা কমালেও, হার এড়ানো গেল না। প্রতিযোগিতায় কাল চায়নিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

ওআ/আপ্র/২৯/০৮/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হকিতে হার দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

আপডেট সময় : ০৫:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ হকিতে বাংলাদেশের শুরুটা হলো বেশ হতাশার। র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৪-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়লেন আশরাফুল-রেজাউলরা। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন আশরাফুল ইসলাম। তাঁর গোলেই প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ, পরে নিজেরা হজম করল এক হালি।

ভারতের রাজগীরে অনুষ্ঠিত ম্যাচে র‌্যাঙ্কিংয়ে ১২ নম্বরে থাকা মালয়েশিয়ার বিপক্ষে শুরুটা ভালোই হয়েছিল ২৯তম নম্বরে থাকা বাংলাদেশের। প্রথম কোয়ার্টারে ছিল গোলশূন্য ড্র। ম্যাচের ৫ মিনিটেই মালয়েশিয়ার পেনাল্টি কর্নার থেকে সাঈদ চোলানের শট দারুণভাবে ঠেকান গোলরক্ষক বিপ্লব কুজুর।

দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণাত্মক শুরু করে বাংলাদেশ। ১৬ মিনিটে দলকে এগিয়ে দেন আশরাফুল। ২৫ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে গোল পেয়ে সমতায় ফেরে মালয়েশিয়া।

তৃতীয় কোয়ার্টারে শুরুতে বিপ্লবের দুর্দান্ত সেভে বেঁচে যায় বাংলাদেশ। কিন্তু ৩৬ মিনিটে আনুয়ারের শটে এগিয়ে যায় মালয়েশিয়া। তারপর বেশ কয়েকবার সুযোগ পেলেও নিজেদের জাল সামাল দিতেই বেশি হিমশিম খেতে হয় বাংলাদেশকে।

শেষ কোয়ার্টারে ফিরে আসার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। পরপর দুটি পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেননি আশরাফুল। উল্টো ৪৮ ও ৫৪ মিনিটে দুটি গোল করে জয় নিশ্চিত করে মালয়েশিয়া।

তিন বছর আগের এশিয়া কাপে মালয়েশিয়ার কাছে ৮-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার ব্যবধান কিছুটা কমালেও, হার এড়ানো গেল না। প্রতিযোগিতায় কাল চায়নিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

ওআ/আপ্র/২৯/০৮/২০২৫