ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

হংকং ইন্টারন্যাশনার সিক্সস-এ বাংলাদেশকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

  • আপডেট সময় : ০৯:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : হংকং ইন্টারন্যাশনার সিক্সস-এ বাংলাদেশকে হারিয়ে ফাইনালে চলে গেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় সেমিফাইনালে ১ বল হাতে রেখে ৩ উইকেটের জয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে লঙ্কানরা। প্রতি দলে ৬ জনের টুর্নামেন্টের প্রথম সেমিতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান।
রোববার (৩ নভেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ১০৩ রান করে বাংলাদেশ। ওপেনার জিসান আলম ৫ ছক্কায় ১১ বলে ৩৬ রান করেন। ৪ বলে ১৬ রান নেন আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুন। ১২ বলে ২৩ রান তোলেন অধিনায়ক মোহাম্মদ সাইফউদ্দিন। ৬ বলে ১৮ রান নেন আবু হায়দার রনি।
১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬ বলে ৫০ রান করে ‘আহত অবসরে’ যান সান্দুন উইরেকোডি। ধনাঞ্জয়া লাকশান নেন ৬ বলে ২৪ রান। শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১৪ রান। প্রথম দুই বলে ৩ রান দেন পেসার আব্দুল্লাহ আল মামুন। তৃতীয় বলে চার আর চতুর্থ ডেলিবারিতে ছক্কা হজম করে ম্যাচ হাতছাড়া করেন ডানহাতি পেসার। পরের বলে লেগ বাইয়ে দৌড়ে ১ রান নিয়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন নিমেশ বিমুখথি।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

হংকং ইন্টারন্যাশনার সিক্সস-এ বাংলাদেশকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

আপডেট সময় : ০৯:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক : হংকং ইন্টারন্যাশনার সিক্সস-এ বাংলাদেশকে হারিয়ে ফাইনালে চলে গেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় সেমিফাইনালে ১ বল হাতে রেখে ৩ উইকেটের জয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে লঙ্কানরা। প্রতি দলে ৬ জনের টুর্নামেন্টের প্রথম সেমিতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান।
রোববার (৩ নভেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ১০৩ রান করে বাংলাদেশ। ওপেনার জিসান আলম ৫ ছক্কায় ১১ বলে ৩৬ রান করেন। ৪ বলে ১৬ রান নেন আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুন। ১২ বলে ২৩ রান তোলেন অধিনায়ক মোহাম্মদ সাইফউদ্দিন। ৬ বলে ১৮ রান নেন আবু হায়দার রনি।
১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬ বলে ৫০ রান করে ‘আহত অবসরে’ যান সান্দুন উইরেকোডি। ধনাঞ্জয়া লাকশান নেন ৬ বলে ২৪ রান। শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১৪ রান। প্রথম দুই বলে ৩ রান দেন পেসার আব্দুল্লাহ আল মামুন। তৃতীয় বলে চার আর চতুর্থ ডেলিবারিতে ছক্কা হজম করে ম্যাচ হাতছাড়া করেন ডানহাতি পেসার। পরের বলে লেগ বাইয়ে দৌড়ে ১ রান নিয়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন নিমেশ বিমুখথি।