আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচন সংক্রান্ত বিতর্কিত একটি আইন পাস করেছে হংকং। গতকাল বৃহস্পতিবার (২৭ মে) হংকংয়ের পার্লামেন্টে বিপুল ব্যবধানে পাস হয় বিলটি। খবর নিউইয়র্ক পোস্টের।
এই আইনের ফলে এখন থেকে শুধু দেশপ্রেমিক ব্যক্তিরাই নির্বাচনে অংশ নিতে পারবেন। সংবাদমাধ্যম বলছে, এই আইনের মধ্যে দিয়ে হংকংয়ের যে কোনো নির্বাচনের আগে প্রার্থী কতোটা চীনের প্রতি অনুগত তা লক্ষ্য করে দেখা হবে।
এদিকে, এই আইনটিকে গণতন্ত্রের মৃত্যু বলে অ্যাখ্যা দিয়েছে বিরোধীরা। আর সমালোচকরা বলছেন, বিরোধীদের বাইরে রাখতেই এই আইন করা হয়েছে। আইনটির মধ্যে দিয়ে হংকংয়ে চীনের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হবে বলেও উল্লেখ করা হয়।
হংকংয়ে ‘বিতর্কিত’ আইন পাস
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ