ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

হংকংয়ে গণতন্ত্রপন্থি সংবাদমাধ্যম অফিসে অভিযান, গ্রেফতার ৬

  • আপডেট সময় : ০১:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • ১১৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ে গণতন্ত্রপন্থি ও স্বাধীন একটি সংবাদমাধ্যমের কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। পরে সেখান থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই অনলাইনভিত্তিক ওই সংবাদমাধ্যমের সাবেক ও বর্তমান জ্যেষ্ঠ কর্মী। গতকাল বুধবার ভোরে হংকংয়ের পুলিশ ন্যাশনাল সিকিউরিটি ডিপার্টমেন্ট এই তথ্য জানায়।
‘রাষ্ট্রবিরোধী প্রকাশনা প্রকাশের ষড়যন্ত্রের অভিযোগে’ অনলাইনভিত্তিক ওই সংবাদমাধ্যমের অফিসে অভিযান এবং ৬ জনকে আটক করা হয়। গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।
এদিকে হংকংয়ের সম্প্রচারমাধ্যম টিভিবি জানিয়েছে, হংকংয়ের গণতন্ত্রপন্থি ওই নিউজ ওয়েবসাইটের নাম স্ট্যান্ড নিউজ। চীনের ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও এটি ভূখ-টির একটি স্বাধীন সংবাদমাধ্যম হিসেবে কাজ করে আসছিল। গ্রেফতারকৃত ছয় জনই অনলাইনভিত্তিক ওই সংবাদমাধ্যমটির সাবেক ও বর্তমান জ্যেষ্ঠ কর্মী বলেও জানিয়েছে টিভিবি।
বিবিসি জানিয়েছে, গত মঙ্গলবার রাতে দুই শতাধিক পুলিশ কর্মকর্তা স্ট্যান্ড নিউজের কার্যালয়ে অভিযানে অংশ নেন। গতকাল বুধবার দুপুর পর্যন্ত সেখানে অভিযান চলছিল। গ্রেফতারকৃতদের মধ্যে স্ট্যান্ড নিউজের সাবেক ও বর্তমান প্রধান সম্পাদক রয়েছেন। একইসঙ্গে পপ সঙ্গীত স্টার থেকে গণতন্ত্রপন্থি আন্দোলনের আইকনে পরিণত হওয়া ডেনিস হো-কেও গ্রেফতার করা হয়েছে। তিনি ওই সংবাদমাধ্যমটির বোর্ডের সাবেক সদস্য। পুলিশের হাতে গ্রেফতারের বিষয়টি ডেনিস হো নিজেই নিশ্চিত করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
এছাড়া বিবিসি’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন পুরুষ এবং ৩ জন নারী। তাদের বয়স ৩৪ বছর থেকে ৭৩ বছরের মধ্যে। এদিকে এক বিবৃতিতে হংকংয়ের পুলিশ দাবি করেছে, সংবাদমাধ্যম কার্যালয়ে অভিযান এবং সাংবাদিকতা সংশ্লিষ্ট সামগ্রী অনুসন্ধান ও জব্দ করার অধিকার তাদের রয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ৫

হংকংয়ে গণতন্ত্রপন্থি সংবাদমাধ্যম অফিসে অভিযান, গ্রেফতার ৬

আপডেট সময় : ০১:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ে গণতন্ত্রপন্থি ও স্বাধীন একটি সংবাদমাধ্যমের কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। পরে সেখান থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই অনলাইনভিত্তিক ওই সংবাদমাধ্যমের সাবেক ও বর্তমান জ্যেষ্ঠ কর্মী। গতকাল বুধবার ভোরে হংকংয়ের পুলিশ ন্যাশনাল সিকিউরিটি ডিপার্টমেন্ট এই তথ্য জানায়।
‘রাষ্ট্রবিরোধী প্রকাশনা প্রকাশের ষড়যন্ত্রের অভিযোগে’ অনলাইনভিত্তিক ওই সংবাদমাধ্যমের অফিসে অভিযান এবং ৬ জনকে আটক করা হয়। গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।
এদিকে হংকংয়ের সম্প্রচারমাধ্যম টিভিবি জানিয়েছে, হংকংয়ের গণতন্ত্রপন্থি ওই নিউজ ওয়েবসাইটের নাম স্ট্যান্ড নিউজ। চীনের ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও এটি ভূখ-টির একটি স্বাধীন সংবাদমাধ্যম হিসেবে কাজ করে আসছিল। গ্রেফতারকৃত ছয় জনই অনলাইনভিত্তিক ওই সংবাদমাধ্যমটির সাবেক ও বর্তমান জ্যেষ্ঠ কর্মী বলেও জানিয়েছে টিভিবি।
বিবিসি জানিয়েছে, গত মঙ্গলবার রাতে দুই শতাধিক পুলিশ কর্মকর্তা স্ট্যান্ড নিউজের কার্যালয়ে অভিযানে অংশ নেন। গতকাল বুধবার দুপুর পর্যন্ত সেখানে অভিযান চলছিল। গ্রেফতারকৃতদের মধ্যে স্ট্যান্ড নিউজের সাবেক ও বর্তমান প্রধান সম্পাদক রয়েছেন। একইসঙ্গে পপ সঙ্গীত স্টার থেকে গণতন্ত্রপন্থি আন্দোলনের আইকনে পরিণত হওয়া ডেনিস হো-কেও গ্রেফতার করা হয়েছে। তিনি ওই সংবাদমাধ্যমটির বোর্ডের সাবেক সদস্য। পুলিশের হাতে গ্রেফতারের বিষয়টি ডেনিস হো নিজেই নিশ্চিত করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
এছাড়া বিবিসি’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন পুরুষ এবং ৩ জন নারী। তাদের বয়স ৩৪ বছর থেকে ৭৩ বছরের মধ্যে। এদিকে এক বিবৃতিতে হংকংয়ের পুলিশ দাবি করেছে, সংবাদমাধ্যম কার্যালয়ে অভিযান এবং সাংবাদিকতা সংশ্লিষ্ট সামগ্রী অনুসন্ধান ও জব্দ করার অধিকার তাদের রয়েছে।