ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : ০৭:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

আজাদুর রহমান, বগুড়া : বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ ও অবরোধ করেছে এলাকাবাসী। গত সোমবার (৩ মার্চ) বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়া এ কর্মসূচিতে মাঝিড়া বন্দর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করা হয়। অবরোধের কারণে বনানী থেকে শেরপুর এলাকা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে রোজাদার ব্যক্তি ও যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে এলাকাবাসী দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর সন্ধ্যা সাতটার দিকে অবরোধ তুলে নেন।

জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে মাঝিড়া বন্দর এলাকায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মিরাজুল ইসলাম নামের রিকশাচালক নিহত হন। তিনি শাজাহানপুর উপজেলার গয়নাকুড়ি গ্রামের হাজেল মিয়ার ছেলে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক আটক করা হয়। তবে চালক ও হেলপার কৌশলে পালিয়ে যান। একইদিন বেলা তিনটার দিকে একই স্থানে সড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হন। একই স্থানে বার বার দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন এবং তারা মহাসড়ক অবরোধ করেন। এলাকাবাসীর দাবি-মাঝিড়া বন্দরসহ গুরুত্বপূর্ণ তিনটি এলাকার সড়কে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণ করতে হবে। মৌখিক নয়, লিখিত আশ্বাস চান তারা। বিক্ষোভ শুরু হলে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য ও পুলিশ অবস্থান নেয়।

তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে বিক্ষোভকারীরা কোনো কথা না শুনে তাদের বিক্ষোভ চালিয়ে যান। তাদের এই বিক্ষোভের কারণে বনানী থেকে শেরপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রোজাদার যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন এবং রাস্তার মাঝখানেই তারা ইফতার করেন। পরে বিক্ষোভকারীদের শান্ত করতে জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট টিএম ইমরুল কায়েস ঘটনাস্থলে পৌঁছান। জেলা প্রশাসনের কর্মকর্তার গাড়ি দেখেই লাঠি নিয়ে এগিয়ে যায় বিক্ষুব্ধরা। ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং দীর্ঘ আলোচনার পর তাদেরকে শান্ত করেন এবং সাতটার দিকে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৭:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

আজাদুর রহমান, বগুড়া : বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ ও অবরোধ করেছে এলাকাবাসী। গত সোমবার (৩ মার্চ) বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়া এ কর্মসূচিতে মাঝিড়া বন্দর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করা হয়। অবরোধের কারণে বনানী থেকে শেরপুর এলাকা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে রোজাদার ব্যক্তি ও যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে এলাকাবাসী দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর সন্ধ্যা সাতটার দিকে অবরোধ তুলে নেন।

জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে মাঝিড়া বন্দর এলাকায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মিরাজুল ইসলাম নামের রিকশাচালক নিহত হন। তিনি শাজাহানপুর উপজেলার গয়নাকুড়ি গ্রামের হাজেল মিয়ার ছেলে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক আটক করা হয়। তবে চালক ও হেলপার কৌশলে পালিয়ে যান। একইদিন বেলা তিনটার দিকে একই স্থানে সড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হন। একই স্থানে বার বার দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন এবং তারা মহাসড়ক অবরোধ করেন। এলাকাবাসীর দাবি-মাঝিড়া বন্দরসহ গুরুত্বপূর্ণ তিনটি এলাকার সড়কে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণ করতে হবে। মৌখিক নয়, লিখিত আশ্বাস চান তারা। বিক্ষোভ শুরু হলে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য ও পুলিশ অবস্থান নেয়।

তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে বিক্ষোভকারীরা কোনো কথা না শুনে তাদের বিক্ষোভ চালিয়ে যান। তাদের এই বিক্ষোভের কারণে বনানী থেকে শেরপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রোজাদার যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন এবং রাস্তার মাঝখানেই তারা ইফতার করেন। পরে বিক্ষোভকারীদের শান্ত করতে জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট টিএম ইমরুল কায়েস ঘটনাস্থলে পৌঁছান। জেলা প্রশাসনের কর্মকর্তার গাড়ি দেখেই লাঠি নিয়ে এগিয়ে যায় বিক্ষুব্ধরা। ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং দীর্ঘ আলোচনার পর তাদেরকে শান্ত করেন এবং সাতটার দিকে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।