ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ৫ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০২:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ছয়সূতি ঈদগাহ মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভৈরবগামী শ্যামল ছায়া নামে এক যাত্রীবাহী বাসের চাপায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে একজন মারা যান। বাকিজন সেখানে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. নুর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে একজন মারা গেছে বলে খবর পেয়েছি। তিনি আরও বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় তরুণীর মৃত্যু : মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় এক তরুণীর মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। মঙ্গলবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ের বেজগাঁও বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ওই তরুণীকে চাপা দিয়ে তাৎক্ষণিক দ্রুত গতির গাড়িটি পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন। হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগ বলেন, অজ্ঞাতপরিচয় ওই তরুণীর মরদেহ হাইওয়ে থানা পুলিশ হেফাজতে আছে। গাড়ি চাপায় নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। তার নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।
কুমিল্লায় প্রাইভেটকার উল্টে পথচারী নিহত : কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার উল্টে মোহাম্মদ হাকিম (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে মহাসড়কের ছঘুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত হাকিম কিশোরগঞ্জের তাড়াইল থানার বাসিন্দা। তিনি পপুলার রাইস মিলের শ্রমিক বলে জানা গেছে। স্থানীয়দের বরাত দিয়ে নজরুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের ছঘুরা এলাকায় একটি ট্রাক একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রাইভেটকার সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে পথচারী হাকিমকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয় বাসিন্দারা গাড়ির ভেতরে থাকা চালক, তার স্ত্রী ও মেয়েকে উদ্ধার করেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত মোহাম্মদ হাকিমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জানান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ৫ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ছয়সূতি ঈদগাহ মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভৈরবগামী শ্যামল ছায়া নামে এক যাত্রীবাহী বাসের চাপায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে একজন মারা যান। বাকিজন সেখানে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. নুর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে একজন মারা গেছে বলে খবর পেয়েছি। তিনি আরও বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় তরুণীর মৃত্যু : মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় এক তরুণীর মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। মঙ্গলবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ের বেজগাঁও বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ওই তরুণীকে চাপা দিয়ে তাৎক্ষণিক দ্রুত গতির গাড়িটি পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন। হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগ বলেন, অজ্ঞাতপরিচয় ওই তরুণীর মরদেহ হাইওয়ে থানা পুলিশ হেফাজতে আছে। গাড়ি চাপায় নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। তার নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।
কুমিল্লায় প্রাইভেটকার উল্টে পথচারী নিহত : কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার উল্টে মোহাম্মদ হাকিম (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে মহাসড়কের ছঘুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত হাকিম কিশোরগঞ্জের তাড়াইল থানার বাসিন্দা। তিনি পপুলার রাইস মিলের শ্রমিক বলে জানা গেছে। স্থানীয়দের বরাত দিয়ে নজরুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের ছঘুরা এলাকায় একটি ট্রাক একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রাইভেটকার সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে পথচারী হাকিমকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয় বাসিন্দারা গাড়ির ভেতরে থাকা চালক, তার স্ত্রী ও মেয়েকে উদ্ধার করেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত মোহাম্মদ হাকিমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জানান।