প্রত্যাশা ডেস্ক : সড়ক দিয়ে যাচ্ছে পর্যটকবাহী একটি বাস। হঠাৎ সেখানে হাজির বিশাল আকারের একটি হাতি। সেটির শুঁড়ের ইশারায় চালক থামালেন বাসটি। চালক হয়তো বুঝে উঠতে পারেননি এরপর কী ঘটতে চলেছে। বাস থামানোর পর দরজায় শুঁড় দিয়ে ধাক্কাধাক্কি শুরু করে হাতিটি। এরপর বিপদ বুঝে সেখান থেকে বাস নিয়ে দ্রুত চলে যান চালক।
এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে। ভিডিওটি ভারতে ধারণ করা। তবে নির্দিষ্ট কোন অঞ্চলের, তা জানা যায়নি। ভিডিওটি দেখে মনে হয়েছে, এ ঘটনায় বাসে থাকা কেউ আঘাত পাননি। তবে হাতিটির কা-কারখানা দেখে অনেকেই বলছেন, আসলে বাসে ওঠার জন্য দরজায় ধাক্কা দিচ্ছিল সেটি।
ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন উমাশঙ্কর সিং নামের এক ব্যক্তি। ভিডিওর শিরোনামে তিনি লিখেছেন, ‘টাটা কোম্পানির বাসগুলোর দরজা এতটাই ছোট যে বড় যাত্রীরা সেগুলোতে চড়তে পারে না।’ এখন পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ১ লাখ ৩৬ হাজার বারের বেশি। লাইক দিয়েছেন ৩ হাজার ৬০০ জন। আর মজার মজার মন্তব্য তো আছেই। যেমন ভিডিওটি শেয়ার করে ভারতের পুলিশ কর্মকর্তা দীপাংশু কাবরা লিখেছেন, ‘দীপাবলির ছুটিতে সবাই তাড়াতাড়ি বাড়িতে যেতে চায়।’ একজন মন্তব্য করেছেন, ‘দেখে মনে হচ্ছে হাতিটি বাসে চড়তে চাইছে।’
আরেকজন বলেছেন, ‘বাসে হাতি আমার সাথি।’ তবে হাতিটির ধাক্কাধাক্কিতে বড় ধরনের বিপদ হতে পারত বলেও উল্লেখ করেছেন অনেকে। সম্প্রতি হাতির একটি পালের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। ওই ভিডিওতে দেখা যায়, সড়কে আখবোঝাই একটি ট্রাক থামিয়ে দেয় হাতির পালটি। পরে আখগুলো খাওয়া শুরু করে।
সড়কে বাস থামিয়ে ‘ওঠার চেষ্টা’ হাতির
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ