ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

সড়কে প্রাণ যাওয়াটাই যেন এখন স্বাভাবিক: জি এম কাদের

  • আপডেট সময় : ০১:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :ঈদের আগে-পর গত কয়েকদিনে সড়কে প্রাণহানির ঘটনায় হতাশা প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, “অর্ধ শতাব্দীতেও সড়ক পথ নিরাপদ হয়নি। প্রতিদিনই সড়কে প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের।
“দুর্ঘটনা রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই বললেই চলে। প্রতিদিনই সড়কে মানুষের প্রাণ যাবে, যেন এটাই স্বাভাবিক।”
রোড সেইফটি ফাউন্ডেশনের সমীক্ষা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে তিনি বলেন, “১ থেকে ৫ মে পর্যন্ত ৫ দিনে ১১২টি সড়ক দুর্ঘটনায় ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৬ জনই মোটরসাইকেল আরোহী।
“আর ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ১৭৮টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪৯ জনের। এর মধ্যে মোটরসাইকেল আরোহী ছিলেন ৯৭ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ।” এসব দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সংসদের বিরোধী দলীয় উপনেতা কাদের বলেন, “প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তাদের। “অনিরাপদ সড়কের কারণে নিহতদের পরিবারের সামনে আনন্দের ঈদ শোকাবহ হয়ে এসেছে। প্রতিদিন এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনতে চায় না দেশের মানুষ।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

সড়কে প্রাণ যাওয়াটাই যেন এখন স্বাভাবিক: জি এম কাদের

আপডেট সময় : ০১:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক :ঈদের আগে-পর গত কয়েকদিনে সড়কে প্রাণহানির ঘটনায় হতাশা প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, “অর্ধ শতাব্দীতেও সড়ক পথ নিরাপদ হয়নি। প্রতিদিনই সড়কে প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের।
“দুর্ঘটনা রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই বললেই চলে। প্রতিদিনই সড়কে মানুষের প্রাণ যাবে, যেন এটাই স্বাভাবিক।”
রোড সেইফটি ফাউন্ডেশনের সমীক্ষা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে তিনি বলেন, “১ থেকে ৫ মে পর্যন্ত ৫ দিনে ১১২টি সড়ক দুর্ঘটনায় ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৬ জনই মোটরসাইকেল আরোহী।
“আর ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ১৭৮টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪৯ জনের। এর মধ্যে মোটরসাইকেল আরোহী ছিলেন ৯৭ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ।” এসব দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সংসদের বিরোধী দলীয় উপনেতা কাদের বলেন, “প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তাদের। “অনিরাপদ সড়কের কারণে নিহতদের পরিবারের সামনে আনন্দের ঈদ শোকাবহ হয়ে এসেছে। প্রতিদিন এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনতে চায় না দেশের মানুষ।”