চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীতে সৎ বাবার হেফাজতে থাকা অবস্থায় আহত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পর ওই ব্যক্তি পালিয়ে গেছে। পুলিশের ধারণা, সৎ বাবার শারীরিক নির্যাতনের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। গত রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। মৃত মো. আল আমিনের বয়স সাত বছর। পুলিশ জানিয়েছে, নগরীর চকবাজার থানার অলিখাঁ মসজিদ মোড়ে তাদের বাসা। তার মা ইয়াসমিন আক্তার গৃহকর্মী হিসেবে বিভিন্ন বাসায় কাজ করেন। ইয়াসমিনের দ্বিতীয় স্বামী সবজি বিক্রেতা মোকাররম হোসাইনও তাদের সঙ্গে থাকত। চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) এম আব্দুল হালিম জানান, রোববার সকাল সাড়ে ১১ টার দিকে আল আমিনকে অজ্ঞান অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়াসমিন পুলিশকে জানান, মোকাররমের কাছে সন্তানকে রেখে তিনি সকাল ৯টার দিকে বাসায় কাজ করতে যান। ১১টার দিকে ফিরে এসে দেখেন, আল আমিন বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর মোকাররম ও ইয়াসমিন মিলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, ‘আল আমিনের বুকে মারধরের কালো দাগ আছে। শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন আছে। আল আমিনকে যখন মৃত ঘোষণা করা হল, তখনই মোকাররম পালিয়ে যায়। ছেলের মৃত্যুর খবরের পর মা ইয়াসমিনও হাসপাতালে অজ্ঞান হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।