ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

স্লোভেনিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট নাতাশা

  • আপডেট সময় : ০২:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে

বিদেশেরখবর ডেস্ক : প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেল মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম নাতাশা পিয়ার্স মুসার। তিনি একজন সাংবাদিক ও আইনজীবী। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আইনজীবী হিসেবে কাজ করেছিলেন তিনি। স্লোভেনিয়ার বামপন্থি সরকারের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে পরাজিত করেন নাতাশা। আনজে লোগার রক্ষণশীল ধারার একজন প্রবীণ রাজনীতিবিদ। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। নির্বাচন কমিশনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন নাতাশা পিয়ার্স। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনজে লোগার পেয়েছেন ৪৬ শতাংশ ভোট। ২০ লাখ জনসংখ্যার দেশটিতে ভোটার সংখ্যা ছিল ৪৯ দশমিক ৯ শতাংশ।

জয়ী হওয়ার পর নাতাশা বলেন, ‘স্লোভেনিয়া এমন একজনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেছে, যিনি গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠা পাওয়া ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বিশ্বাস করেন।’
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব কঠিন সময়ের মুখোমুখি হচ্ছে উল্লেখ করে নাতাশা বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্ম যেন সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে পারে, সেজন্য তরুণরা দায়িত্ব কাঁধে নিচ্ছেন।’
প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি স্লোভেনিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান হবেন নাতাশা পিয়ার্স। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পাশাপাশি বিভিন্ন শীর্ষ কর্মকর্তা নিয়োগের দায়িত্বও এখন তার হাতে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে মেলানিয়া ট্রাম্পের ভাবমূর্তি রক্ষায় নাতাশা পিয়ার্সকে আইনজীবী হিসেবে নেওয়া হয়েছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

স্লোভেনিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট নাতাশা

আপডেট সময় : ০২:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

বিদেশেরখবর ডেস্ক : প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেল মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম নাতাশা পিয়ার্স মুসার। তিনি একজন সাংবাদিক ও আইনজীবী। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আইনজীবী হিসেবে কাজ করেছিলেন তিনি। স্লোভেনিয়ার বামপন্থি সরকারের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে পরাজিত করেন নাতাশা। আনজে লোগার রক্ষণশীল ধারার একজন প্রবীণ রাজনীতিবিদ। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। নির্বাচন কমিশনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন নাতাশা পিয়ার্স। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনজে লোগার পেয়েছেন ৪৬ শতাংশ ভোট। ২০ লাখ জনসংখ্যার দেশটিতে ভোটার সংখ্যা ছিল ৪৯ দশমিক ৯ শতাংশ।

জয়ী হওয়ার পর নাতাশা বলেন, ‘স্লোভেনিয়া এমন একজনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেছে, যিনি গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠা পাওয়া ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বিশ্বাস করেন।’
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব কঠিন সময়ের মুখোমুখি হচ্ছে উল্লেখ করে নাতাশা বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্ম যেন সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে পারে, সেজন্য তরুণরা দায়িত্ব কাঁধে নিচ্ছেন।’
প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি স্লোভেনিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান হবেন নাতাশা পিয়ার্স। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পাশাপাশি বিভিন্ন শীর্ষ কর্মকর্তা নিয়োগের দায়িত্বও এখন তার হাতে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে মেলানিয়া ট্রাম্পের ভাবমূর্তি রক্ষায় নাতাশা পিয়ার্সকে আইনজীবী হিসেবে নেওয়া হয়েছিল।